আকন্দ গাছের উপকারিতা ও ভেষজ গুন

আকন্দ গাছের উপকারিতা ও ভেষজ গুন




আকন্দ গাছের উপকারিতা ও ভেষজ গুন

আমাদের দেশের বিভিন্ন গ্রামাঞ্চলের একটি পরিচিত গাছ হচ্ছে ‘আকন্দ’। সাধারণত রাস্তার ধারে বা ঝোপের পাশে প্রায়ই এই গাছের দেখা মেলে। এটি একটি মাঝারি ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ। ৮ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয়। আকন্দ গাছের পাতা ৪ থেকে ৮ ইঞ্চি লম্বা উপরিভাগ মসৃণ এবং নীচের দিক তুলোর ন্যায়। গাছের পাতা, শাখা ভাঙলে দুধের মত সাদা আঠা বের হয়। সাদা বা বেগুনি বর্ণের ফুল হয়। এই উদ্ভিদটির রয়েছে অনেক ভেষজ গুণ। নিচে আকন্দ গাছের গুণাগুণ বা উপকারিতা নিয়ে আলোচনা করা হলো।

হাঁপানি রোগে: হাঁপানি রোগের মহৌষধ আকন্দ পাতা।১৪টি আকন্দ ফুলের মাঝখানে চৌকো অংশটি নিতে হবে। এর সঙ্গে ২১টি গুল মরিচ দিয়ে একসঙ্গে বেটে ২১টি বড়ি বানাতে হবে। প্রতিদিন সকালে পানি দিয়ে ১টি বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়। এই ওষুধ খাওয়ার সময় পথ্য হিসেবে শুধু দুধ ভাত খেতে হয়।এতে শ্বাসকষ্ট কেটে যায়।

শ্বাস কষ্টে: আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুড়া করে আকন্দের আঠায় ভিজিয়ে রেখে পরে শুকিয়ে নিতে হবে। এর পর তা চুরুট বানিয়ে ধুমপান করলে শ্বাস কষ্ট ভাল হয়।

নিউমোনিয়াজনিত কারণে: আকন্দ পাতার সোজা দিক ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবনের পুটলি দিয়ে ছেক দিলে উপকার পাওয়া যায়।

ফোলা রোগে: আকন্দ ফোলা রোগে বিশেষ উপকারী।ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়।

দাঁতের ব্যথা ও গর্ভপাতে: আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দুর করে এবং যোনিতে ধারণ করলে গর্ভপাত ঘটায়।

খোস-পাচড়া বা একজিমার ক্ষেত্রে: আকন্দের আঠার সঙ্গে ৪গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাচড়ায় মাখলে তা ভালো হয়ে যায়।

পা মোচকালে: গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দ পাতা দিয়ে গরম ছেক দিলে ব্যথা উপশম হয়।

পেট জ্বালায়: আকন্দ পাতার উপরের পিটে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা ছেঁক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়।

এসিডিটি দেখা দিলে: ০.৬৫ গ্রাম পরিমাণ আকন্দ পোড়া ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়।

হজম শক্তিতে: দুই গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মুল গুড়া করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়।

ফোড়া বা ব্রন ফাটাতে: আকন্দ পাতা ওষুধ হিসেবে ফোড়া বা ব্রণ ফাটাতে সাহায্য করে। আকন্দ পাতা দিয়ে ফোড়া বা ব্রণ চেপে বেঁধে রাখলে ফেটে যায়।

চুলের রোগ: আকন্দ চুলের রোগ, ব্যাথা এবং বিষনাশে বিশেষ কার্যকরী।

বিছে কামড়ালে জ্বালা-পোড়া কমাতে: বিছে কামড়ালে জ্বালা-পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করলে উপশম হয়।

শরীরের ক্ষত হলে: শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয়। এতে পুঁজ হয় না

Post a Comment

0 Comments