কেন স্নান করে পূজা করা উচিত ?

কেন  স্নান করে পূজা করা উচিত ?


কেন  স্নান করে পূজা করাউচিত ?



স্নানে শুধু দেহ পবিত্র হয় না, মনও পবিত্র হয়। ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য করে স্নান করা দরকার। অনেকেই করে থাকেন। প্রাতঃকালীন স্নানে মন প্রফুল্ল থাকে ও পাপ দূর হয়। তাছাড়া স্নান বিনা নিজেকে শুদ্ধ করার আর কোন পথ নেই। পূজা, যাগ, যজ্ঞ, সাধনা করার পূর্বে তাই স্নান করে শুদ্ধ হতে হয়।


প্রাতঃস্নান করলে মানুষের মনের হিংসা, দ্বেষ, কপটতা, রাগ, অহংকার ইত্যাদি নষ্ট হয়। নিজেকে পবিত্র বলে মনে হয়। শাস্ত্রে আছে—

গুণা দশ স্নানকৃতাে হি পুংসাে রূপং চ তেজশ্চ বলং চ শৌচ।
আয়ুষ্যমারােগ্য লােলুপত্বং দুঃস্বপ্ননাশং চ তপশ্চ মেধা৷৷



কোন ব্যক্তি যদি নিয়ম মেনে প্রত্যহ প্রাতঃকালে স্নান করে, তবে সেই ব্যক্তি রূপ, তেজ, মেধা, আয়ু, রােগারােগ্য, নির্লোভতা প্রাপ্ত হয় এবং তার দুঃস্বপ্ন নাশ হয়।

স্কন্দ পুরাণে আছে-

ন জলপ্ত দেহস্য স্নানমিত্যবিধীয়তে।
স স্নাতাে যাে দমস্নাতঃ শুচিঃ শুদ্ধনােমলঃ।।


জলে শরীর ডুবিয়ে রাখলেই তাকে স্নান বলে না। যে ব্যক্তি স্নানের দ্বারা মন ও ইন্দ্রিয়কে বশীভূত করতে পারে তারই প্রকৃতপক্ষে স্নান করা হয়। আসলে মনের মলিণতা থােয়াই শুদ্ধ স্নান।


দেবী ভাগবতে আছে-

অস্নাতস্ত ক্রিয়াঃ সৰা ডবস্তি বিফল যতঃ।
তস্মাৎ প্রাশ্চরেৎ স্নানং নিত্যমেব দিনে দিনে।।

Post a Comment

0 Comments