মেয়েদের প্রতি মাসে মাসিক হয় কেন? meyeder masik kano hoy

মেয়েদের প্রতি মাসে মাসিক হয় কেন?  meyeder masik kano hoy



মেয়েদের প্রতি মাসে মাসিক হয় কেন?  meyeder masik kano hoy





প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ জননাঙ্গপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে।

এর তিনটি অংশ, ১মটি চারদিন স্থায়ী হয় (৪-৭ দিন) এবং একে মিনস্ট্রাল ফেজ, ২য়টি ১০দিন (৮-১০ দিন) একে প্রলিফারেটিভ ফেজ এবং ৩য়টি ১৪ দিন (১০-১৪ দিন) স্থায়ী হয় একে সেক্রেটরি ফেজ বলা হয়।

মিনস্ট্রাল ফেজ এই জননাঙ্গ পথে রক্ত বের হয়। ৪-৭ দিন স্থায়ী এই রক্তপাতে ভেঙ্গে যাওয়া রক্তকনিকা ছাড়াও এর সাথে শ্বেত কনিকা, জরায়ুমুখের মিউকাস, জরায়ুর নিঃসৃত আবরনি, ব্যাকটেরিয়া, প্লাজমিন, প্রস্টাগ্লানডিন এবং অনিষিক্ত ডিম্বানু থেকে থাকে। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের যৌথ ক্রিয়ার এই পর্বটি ঘটে।

প্রলিফারেটিভ ফেজ ৮-১০ দিন স্থায়ী হতে পারে। শুধু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এটি হয়। এই সময় জরায়ু নিষিক্ত ডিম্বানুকে গ্রহন করার জন্য প্রস্ততি নেয়।

সেক্রেটরি ফেজ টা সবচেয়ে দীর্ঘ, প্রায় ১০ থেকে ১৪ দিন। একে প্রজেস্টেরন বা লুটিয়াল ফেজ ও বলা হয়। এটিও ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন উভয় হরমোনের যৌথ কারনে হয়। এই সময় নিষিক্ত ডিম্বানুর বৃদ্ধির জন্য জরায়ু সর্বোচ্চ প্রস্ততি নিয়ে থাকে।

ডিম্বাশয়ের কোনো ডিম্বানু শুক্রানু দ্বারা নিষিক্ত না হলে জরায়ু আবার মিনস্ট্রাল ফেজে চলে যায়। এভাবেই পূর্ন বয়স্ক মেয়েদের ঋতুচক্র চলতে থাকে।


Tags:
  • মেয়েদের প্রতি মাসে মাসিক হয় কেন? 
  •  meyeder masik kano hoy
  • মেয়েদের মাসিক এর ইংরেজি শব্দ
  • মাসিক বের হওয়ার ভিডিও
  • মাসিক কত দিন হয়
  • মাসিক হলে কি করতে হয়
  • কেনো মাসিক হয়
  • মাসিক হলে কি কি খাবার খেতে হয়
  • মাসিক চক্রের ছবি
  • মাসিক ইংরেজি কি
  • মাসিক নিয়ে আলোচনা
  • কালো মাসিক কেন হয়
  • মাসিক হলে করনীয়
  • মাসিক হলে কি ব্যবহার করতে হয়
  • মেয়েদের মাসিক হলে কি নামাজ পড়া যায়
  • মেয়েদের প্রথম মাসিক
  • ঋতুস্রাবের সময় করণীয়
  • এক মাসে দুইবার মাসিক হওয়ার কারণ
  • মাসিক দেরিতে হয় কেন
  • অনিয়মিত মাসিকের ঔষধ
  • মাসিক তাড়াতাড়ি শেষ করার উপায়
  • প্রি মেনোপজ
  • মাসিকের রাস্তা কোনটি
  • মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম
  • মাসিক সাধারণত কত দিন থাকে
  • অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ
  • মাসিক বন্ধ হচ্ছে না
  • পিরিয়ড কম হওয়ার কারণ
  • মাসিক বন্ধ না হলে করণীয়
  • মেয়েদের মাসিক হলে করণীয় কি
  • পিরিয়ড হলে করণীয়
  • পিরিয়ড সাইকেল
  • মাসিকের সময় জমাট রক্ত কেন বের হয়

Post a Comment

0 Comments