হনুমানের মূর্তিতে মঙ্গলবার দিন তেল সিদুর লাগানাের প্রথা কিরূপ?

হনুমানের মূর্তিতে মঙ্গলবার দিন তেল সিদুর লাগানাের প্রথা কিরূপ?



হনুমানের মূর্তিতে মঙ্গলবার দিন তেল সিদুর লাগানাের প্রথা কিরূপ?



কোন এক মঙ্গলবার সকালে হনুমান সীতাদেবীর কাছে কলা আনতে গিয়ে সীতার সীমন্তে সিদুর দেখতে পায় ও আশ্চর্য হয়ে ঐ সিঁদুর পরার কারণ জানতে চায়।



উত্তরে সীতাদেবী বলেন—বিবাহিত নারী তার স্বামীর দীর্ঘ জীবন লাভার্থে সীমন্তে সিদুর পরে। এতে স্বামীর মঙ্গলও হয়।



সীতাদেবীর মুখে এই কথা শুনে হনুমান ভাবে যে তার সারা দেহে সিদুর লেপে দিলে তার প্রভু রামচন্দ্র দীর্ঘজীবী ও তার প্রতি প্রসন্ন হবেন। এই কথা ভেবে মঙ্গলবার দিন হনুমান তার সারা দেহে সিঁদুর লাগিয়ে শ্রীরামচন্দ্রের কাছে উপস্থিত হয়। তা দেখে সভাস্থ সবাই হাসাহাসি করে। এমনকি রামচন্দ্রও হাসতে থাকেন। সেই সঙ্গে সিদুর লাগানাের কারণ জিজ্ঞাসা করেন।



হনুমান রামচন্দ্রকে বলল—আপনি সীতাদেবীর যেমন প্রভু তেমনি আমারও প্রভু। আপনার দীর্ঘ জীবন কামনা করে আপনার মঙ্গলার্থে তিনি যদি সিঁদুর পরতে পারেন তাহলে আমি পারবনা কেন? সীতাদেবী সীমন্তে একটু সিঁদুর পরে আপনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেছেন। আমি বেশি সিঁদুর মেখে আপনার অনন্ত জীবন ও আরাে বেশি মঙ্গল কামনা করছি। প্রভু, আপনাকে আমি যে খুব ভালােবাসি।
এ কথা শুনে রামচন্দ্র হনুমানের প্রতি অতীব প্রসন্ন হলেন। সেই থেকে প্রচলিত আছে যে কেউ যদি মঙ্গলবার ভক্ত হনুমানের মূর্তিতে তেল ও সিঁদুর লাগায় তবে সে রামচন্দ্রের কৃপা লাভ করবে ও তার মনস্কামনা পূর্ণ হবে।তাই হনুমানের মূর্তিতে মঙ্গলবার দিন তেল সিদুর লাগানাের প্রথা রয়েছে।

Post a Comment

0 Comments