পকেটমার থেকে বাঁচার উপায়

   পকেটমার থেকে বাঁচার উপায়


   পকেটমার থেকে বাঁচার উপায়


ট্রেন, ট্রাম, বাস, গাড়ীর সংখ্যা যেমন বেড়েছে তাদের সঙ্গে সমান তালে তাল দিয়ে তেমন বেড়েছে পকেটমারের সংখ্যা। পকেট মারের বেশ কয়েকটি পদ্ধতি আছে। সেগুলি জানা থাকলে আপনি আপনার পকেটের টাকাকে পকেটমারের হাতে থেকে বাঁচাতে পারবেন।

এবার জানুন সেই পদ্ধতিগুলি কি কি?

প্রথমতঃ ধরুন আপনি খুব ভিড় বাসে উঠলেন এবং উপরের রড ধরে দাঁড়ালেন এখন আপনার চারপাশে আরও কয়েকজন সেই রড ধরেছে। আপনি তখন আপনার হাতের দিকে বেশি নজর দেন – পকেটের দিকে আপনার নজর থাকে না তখনই আপনার পকেট পরিষ্কার হয়ে যায়।

দ্বিতীয়তঃ অনেক সময় আপনি দেখতে পাবেন বাসের বা গাড়ীর বা ট্রামের ভিতরে ফাকা অথচ গেটের সামনে খুব ভিড়। আপনি তখন নিশ্চয়ই ভিড় ঠেলে ভিতরে যেতে চাইবেন আর তখন আপনার সব মন প্রাণ নিবদ্ধ থাকবে ভিতরে ঢােকার দিকে এবং ঐ ফাকেই আপনার পকেট সাফ হয়ে যাবে।

তৃতীয়তঃ আপনি হয়তাে রাস্তার ফুটপাত ধরে আপন মনে হেঁটে যাচ্ছেন বা রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করছেন তখন কেউ হয়তাে আপনাকে বিপরীত দিক থেকে
ধাক্কা মারল এবং সরি বলে আপনার পিঠে হাত রাখল। আপনি তখন নিশ্চয়ই তার দিকে তাকাবেন এবং সেই সময়টুকুর মধ্যেই আপনার পকেট ফর্সা হয়ে যাবে।

চতুর্থতঃ অনেক পুরুষ মানুষ মেয়েদের গা ঘেসে দাঁড়াতে পছন্দ করেন বা অনেক সময় দেখা যায় কোন সুবেশা তরুণী তাদের ঘা ঘেসে দাঁড়িয়ে আছে। সেই স্পর্শ সখে বিভাের পুরুষদের তখন পকেটের কথা মনে থাকে না ফলে ঐ মহিলাদের দ্বারা তার পকেট
খালি করতে অসুবিধা হয় না।



কিভাবে পকেটমারকে চেনা যায়?

পকেটমারদের হাতে কোন জিনিস থাকে না।যে সব লােক বেশ নতুন ধরণের পােশাক পরে গেটের সামনে ভিড় করে দাঁড়ায় আর শত ধাক্কা খেলেও গাড়ীর ভিতর ঢােকে না তারাই পকেটমার।।

যে লােকটিকে দেখবেন গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চোখে কালাে চশমা পরে আছে তারাই পকেটমার।



 Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting

Post a Comment

0 Comments