অভিশপ্ত আমফানের রাত

অভিশপ্ত আমফানের রাত





Gopal C Das :-রাত 2.30 বেজে গেছে ....
মশারির ভেতর, শুয়ে থাকলেও ঘুম নেই....। রাত যত বাড়ছে ততই বাড়ছে আমফানের তান্ডব! ভাবিনি বীরভূমেও এতটা হবে ঝড়ের তান্ডব! মনে হলো দক্ষিণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে এই দানবীয় ঝড়! সঙ্গে বেশ জোরেই বৃষ্টির তার সাথে তাল মেলাচ্ছে সাধ্য মতো। আকাশে মেঘের ফাঁকে উত্তরোত্তর বেড়ে চলা বিদ্যুতের ঝলকানি।
তাই নিশ্চিত হয়ে ঘুম আসে কি করে ! রাস্তার আলোগুলি জ্বললেও, আজ বোধহয় শহরে power cut, নিরাপত্তার স্বার্থেই। 2-3 টে বাড়ির পরে, পাড়ার একটি বাড়ির তিনতলার ওপর টিনের structureটি ঘন ঘন প্রবল শব্দ করছে। কানে এলো কোথাও কাঁচ ভেঙে পড়ার শব্দ। কারোর বাড়ির জানালার কাঁচ ।বাড়ির দক্ষিণ দিকে তাকালেই 7 -8 টা নারকোল গাছ ---- উন্মাদের মতো মাথা নাড়াচ্ছে অনবরত। mobile এ ধরা সম্ভব হলো না। পাশের বাড়ির আম গাছটিও যেন অসুরের মতো ঝাঁকরা চুলে যুদ্ধ করছে....। অন্য শব্দ বলতে শুধুমাত্র মাঝে মাঝেই শোনা যাচ্ছে রেল ইঞ্জিনের হর্ন বেজে ওঠার শব্দ ----- inspection car, মালগাড়ির staffরা এই দুর্যোগপূর্ণ রাত্রেও কাজ করে যাচ্ছেন....।।
হ্যাঁ, সকালে যেন কোনো খারাপ খবর না পাই, সেই অপেক্ষায় সময় গুনছি।ছবিগুলি রাত্রি 2.10 থেকে 2.20 নাগাদ তোলা।


অভিশপ্ত আমফানের রাত


[অভিশপ্ত আমফানের রাত,
সারদাপল্লী,রামপুরহাট,
রাত 2.56, 21-05-2020]

Post a Comment

0 Comments