করোনা ভাইরাস -আমাদের প্রজন্ম প্রথম বিশ্ব-মহামারী দেখলো -Corona Virus Bangla News
আমাদের প্রজন্ম প্রথম বিশ্ব-মহামারী দেখলো ! আজকে কোভিড -১৯ কে WHO বিশ্ব-মহামারী ঘোষণা করলো | এ বড় উদ্বেগের সময় নি:সন্দেহে | ভারত সরকার কোনোরকম ঝুঁকি নিচ্ছেনা এটা পরিষ্কার | চীন বা জাপানের মতো অতি উন্নত দেশ এর কি হাল হয়েছে বুঝেছেন নিশ্চই ! অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছে ভারত আক্রান্ত হলে প্রায় দেড় কোটি মানুষ মারা যাবেন ! এই পরিস্থিতি রুখে দেওয়ার দায়িত্ব আমার আপনার সকলের | মাত্র কয়েক মাসের তো ব্যাপার , একটু সতর্কতা যেমন - এক) কিছুটা স্বার্থত্যাগ করুন যেমন সিনেমা , শপিং মল , জমায়েতে যোগদান না করা |,দুই) সর্দি কাশি যাতে না হয় সেই সাবধানতা অবলম্বন করা , অর্থাৎ এই সিজন চেঞ্জের সময়ে সারা রাত পাখা চালিয়ে ঘুমোনো , ফ্রিজের ঠান্ডা জল বা আইসক্রিম খেয়ে ফেলা , এসি না চললে ঘুম আসবেনা ইত্যাদি ন্যাকামি থেকে দূরে থাকুন | তিন ) জীবাণুনাশকারী সাবান দিয়ে বার বার হাত ধোয়া , বাড়ির বাইরে গেলেই পা ধোয়া , জামাকাপড় বদলানো , শ্বাসনালীকে সংক্রমণমুক্ত রাখতে রাত্রে একবার নুনজলে গার্গেল করা | চার ) বাড়িতে শিশু , বৃদ্ধ , অসুস্থ , ডায়বেটিক রোগী থাকলে চূড়ান্ত সতর্ক হয়ে থাকা কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকেনা বললেই চলে | পাঁচ ) বাড়িতে পড়ুয়া থাকলে সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধানের কাছে সরাসরি গিয়ে জিজ্ঞেস করুন সেই প্রতিষ্ঠানে করোনা ভাইরাস রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে , এতে করে যদি সেই প্রতিষ্ঠান প্রধান ঘুমিয়েও থাকে তাহলে আপনার এই ছোট্ট পদক্ষেপে তিনি জেগে উঠবেন | অভিভাবকদের নিয়ে দ্রুত মিটিং ডাকতে বলে সকলকে সতর্ক করুন , এতে একটা গোটা এলাকা বেঁচে যাবে |ছয় ) আবার বলছি ফোনে খেজুরে কথা না বলে এই বিষয়ে সতর্ক করুন , বিশেষ করে যাদের আত্মীয়রা গ্রাম বা মফস্বলে থাকেন | এমনকি যাদের সাথে যোগাযোগ রাখা হয়না তাদেরও ফোন করুন , এই কাজটাকে দেশের সেবা মনে করুন | এই সামান্য কাজগুলো করার জন্য আপনাকে অতিরিক্ত পয়সা বা সময় খরচ করতে হচ্ছেনা কিন্তু আন্তরিকভাবে করলে "বিন্দু জমে সিন্ধু " হওয়ার মতো সমাজের , দেশের , বিশ্বের মঙ্গল হবে | চলুন আমরা দেখিয়ে দিই পৃথিবীর উন্নত ধনী দেশগুলো যা পারলোনা , আমাদের অশিক্ষিত , অজ্ঞ , অসচেতন কোটি কোটি মানুষ সম্বলিত এই দেশ তা পারলো ! আর সেটা পারলে আমার আপনার দেশ বাঁচবে , আমাদের রাষ্ট্র বাঁচবে , আমাদের প্রিয়জন বাঁচবে , আমি আপনিও বাঁচবো ..Please share this message with everyone.
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments