কৃমির উৎপাত কমাতে

কৃমির উৎপাত কমাতে

কৃমির উৎপাত কমাতে


নিশিন্দা গাছের শুকনো ফলকে ভ ালভাবে গুঁড়ো করে রাতে শুতে যাবার আগে এক চামচ পরিমাণ ঠাণ্ডা জলের সঙ্গে খাওয়া দরকার। সকালে পায়খানায় গেলে মৃত বা জীবন্ত কৃমি মলের সঙ্গে বের হয়ে যাবে।

 সর্দিজ্বর থেকে মুক্তি পাওয়ার উপায়:


নিশিন্দা পাতা সামান্য জলে বেটে তার রস চায়ের চামচের ৫ চামচ পরিমাণ নিয়ে ২ চামচ মধুর সঙ্গে মিশিয়ে সকাল ও সন্ধ্যায় মোট দু'বার খেতে হবে।

লাল চুল কালো করতে:

ভিজানো চিরতার জল গরম করে মাথা ধুতে হবে। আর মাথায় লাগিয়ে রাখতে হবে জবাফুল চটকে। অথবা আমলকী,জবাফুলের কুঁড়ি,কেশুতে পাতা,কৃষ্ণতিল,ঘৃতকুমারী/aloe vera,পাতি লেবু বা কাগজী লেবুর রস একসাথে বেটে নিয়মিত মাখলে অকাল পক্কতা,চুল ওঠা,লালচে ভাব রোধ করা যায়।

Post a Comment

0 Comments