পতিতাবৃত্তি এবং শারীরিক মিলন
অর্থের বিনিময়ে অন্যকে শারীরিক মিলন আনন্দ দেবার পেশাকে পতিতাবৃত্তি বলে। এটি পৃথিবীর প্রাচীনতম পেশা ২০ থেকে ৩০ বছর বয়সী নারীরাই এই পেশায় জড়িত হয় বেশি। আমাদের দেশে অধিকাংশ নারী জোরর্পূবক এই পেশায় নিয়োজিত হয়। সমাজের দৃষ্টিতে এ পেশা নিন্দনীয় হলে ও কেবল মাত্র জীবিকার তাগিদে বহু নারীকে এ পেশা বেচে নিতে হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশে পতিতাদের পুনর্বাসনের কোনো ভালো উদ্যোগ নেই । পাশ্চাত্যে পুরুষ পতিতাও রয়েছে। পুরুষ পতিতাদের বলা হয় গিগালো ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
অর্থের বিনিময়ে অন্যকে শারীরিক মিলন আনন্দ দেবার পেশাকে পতিতাবৃত্তি বলে। এটি পৃথিবীর প্রাচীনতম পেশা ২০ থেকে ৩০ বছর বয়সী নারীরাই এই পেশায় জড়িত হয় বেশি। আমাদের দেশে অধিকাংশ নারী জোরর্পূবক এই পেশায় নিয়োজিত হয়। সমাজের দৃষ্টিতে এ পেশা নিন্দনীয় হলে ও কেবল মাত্র জীবিকার তাগিদে বহু নারীকে এ পেশা বেচে নিতে হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশে পতিতাদের পুনর্বাসনের কোনো ভালো উদ্যোগ নেই । পাশ্চাত্যে পুরুষ পতিতাও রয়েছে। পুরুষ পতিতাদের বলা হয় গিগালো ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
0 Comments