Prokritir Kobita | Kobita Abritti Bangla
Prokritir Kobita | Kobita Abritti Bangla
নীলিমা – জীবনানন্দ দাশ
রৌদ্র ঝিল্মিল,
উষার আকাশ, মধ্য নিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে!
-উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা!
অগণন যাত্রিকের প্রাণ
খুঁজে মরে অনিবার, পায় নাকো পথের সন্ধান;
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল-
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধিবিধানের এই কারাতল
তোমার ও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবী।
জনতার কোলাহলে একা ব’সে ভাবি
কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি
বাস্তবের রক্ততটে আসিলে একাকী!
স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা
মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!
চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধ ধরণীর রুধির-লিপিকা
জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!
বসুধার অশ্রু-পাংশু আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,
লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি-ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার
ডুবে যায় নীলিমায়-স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
-শঙ্খশুভ্র মেঘপুঞ্জে , শুক্লাকাশে, নক্ষত্রের রাতে;
ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক,
তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!
আমি প্রকৃতি হব
সবুজ সংখ্যা
আমি রোদে পুড়ব, বৃষ্টিতে ভিজব
ফুল হয়ে ফুটব, পাখি হয়ে উড়ব
আমি প্রকৃতি হব।
আমি জোস্নার সৌন্দর্যের অবগাহনে সিক্ত হব
আমি চৈত্রের পূর্ণিমা রাতে বসে বসে সুখতারা গুনব
আমি প্রকৃতি হব।
আমি নদীর উপর কল্পনার ঘর বানাব
আমি হংস মিথুনের মত ভেসে বেড়াব
আমি প্রকৃতি হব।
আমি পিপীলিকার মত অনন্তকাল হাঁটব
আমি উদাস কবির মত পথে প্রান্তরে ঘুরব
আমি প্রকৃতি হব।
আমি ৰ্যাপা বাউলের মত গাছের ছায়ায় একতারা বাজাব
আমি লালন মেলায় সুরের বন্যায় হারিয়ে যাব
আমি প্রকৃতি হব।
আমি ভোরের মৃদুমন্দ হাওয়ায় শরীর জুড়বো
আমি মাঝির সাথে গলা ছেড়ে গান গাইব
আমি প্রকৃতি হব।
আমি শীতের সকালে শিউলী ফুল কুড়বো
আমি টিয়া পাখির সাতে কানে কানে কথা কব
আমি মায়াবী রাতে সাগরের গর্জন শুনব
আমি আকাশ পানে মায়াভরা স্বপ্ন বুনব
আমি মাটি হব কখন্ও পাহাড় হব
কখন্ও বিচ্ছিন্ন দ্বীপে মৌন হয়ে বসে থাকব
আমি প্রকৃতি হব।
আমি গাছের পাতায় শরীর ডাকব
আমি প্রকৃতির ফল ভক্ষণ করব
আমি ঝড়না হয়ে গড়িয়ে পড়ব
আমি মাঝ দরিয়ায় নৌকা বাইব
আমি প্রকৃতি হব।
আমি কখন্ও শিশু কখন্ও বৃদ্ধ হব
কখন্ও পুরুষ, আবার কখন্ও নারী হব
আমি প্রকৃতির সন্তান হব
আমি প্রকৃতি হয়ে প্রকৃতিকে জয় করব
আমি প্রকৃতি হব ।।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments