আদিবাসী ছাত্রী চাঁদমনি হেমব্রমের কণ্ঠে শুনুন
কে বলে পঙ্কে পদ্ম ফোটেনা ? তাঁর বাস্তব উদাহরন দেখা গেলো হুগলীর ইটাচুনা গ্রামে। সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের নবম শ্রেনীর ছাত্রী চাঁদমনি।হুগলির আদিবাসী ছাত্রী চাঁদমনি হেমব্রম।তাঁর কণ্ঠেই ভেষে উঠলো অসাধারণ একটি সাঁওতালি গান - ‘কালো জলে কুচলা তলে ডুবল সনাতন’।
0 Comments