আমফানের প্রকোপ কাটতে না কাটতেই এগিয়ে আসছে আর এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “নিসর্গ”,জানালো আবহাওয়া দপ্তর
সবেমাত্রই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। নবান্ন থেকে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৫২ জন মৃত বলে ঘোষণা করা হয়েছে এই ঘূর্ণিঝড় আমফানের কারনে। তবে শুধুমাত্র ঘূর্ণিঝড় আমফান নয় কিছু দিনের মধ্যে ধেয়ে আসছে আরো একটি ঘূর্ণিঝড় ,যে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
এই ঘূর্ণিঝড় আমফানের কারনে কিন্তু বহু মানুষের ক্ষতি হয়েছে রাজ্যের একাধিক জেলা ভয়ানক ক্ষতি গ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় আমফানের দাপটে। বঙ্গপসাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪ তম ঘূর্ণিঝড় ছিল এই আমফান জানিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা WMO।
আসন্ন আর এক মহাবলয়ের নাম দেওয়া হয়েছে ‘নিসরগ’।এই নামটি বাংলাদেশের পস্তাবিত। ঘূর্ণিঝড় আমফানের পরে পরেই চলে আসছে আরও একগুছ ঘূর্ণিঝড় । এগুলি হল – বাংলাদেশ পস্তাবিত ‘নিসরগ’,ভারত পস্তাবিত ‘গতি’,তারপর ‘নিবার’ যেটা নাকি ইরানের দেওয়া নাম, এতেও কিন্তু শেষ নয় তারপরেও আসতে চলেছে মালদিপ পস্তাবিত ‘বুরেভি’, এরপর ‘তোকটাই’ যেটা মায়ানমারের দেওয়া নাম এবং সবশেষে আসতে চলেছে ‘এয়াস’ যেটা অমানের পস্তাবিত নাম।
এই যে ‘নিসর্গ’ নামক যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে কিছুদিনের মধ্যে এটাও কিন্তু বঙ্গপসাগারে উৎপত্তি হবে। মূলত বোজাই যাচ্ছে যে সুমদ্র উপকূলবর্তী এলাকা যেমন অন্ধ্রপ্রদেশ,ওড়িশা,তামিলনাদ্দু ,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে আবারও হানা দিতে চলেছে নিসর্গ।
কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঘতিবেগ কত হবে, এটা আমফানের মত এতো প্রবল ঘূর্ণিঝড় হবে নাকি ছোট মত কোনও ঘূর্ণিঝড় হবে এবং এই ঘূর্ণিঝড় কবে নাগাত আছড়ে পরতে পারে এ ব্যাপারে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনও ধারণা পাওয়া যাইনি।সুধু এটুকুই তথ্য পাওয়া যাচ্ছে বঙ্গপসাগারে যে পরবর্তী ঘূর্ণিঝড় আসতে চলেছে তা বাংলাদেশ পস্তাবিত ‘নিসর্গ’।
0 Comments