মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে
মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে
গৃহ বিজ্ঞানের পরীক্ষা ছিল সামনেই৷ স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয় অ্যাডমিট কার্ড৷ এই অবধি ঘটনায় কোনও অঘটন নেই৷ খুব স্বাভাবিকভাবেই এগোচ্ছিল৷ হঠাৎই গোলমাল বাঁধল এক ছাত্রীর অ্যাডমিট কার্ড নিয়ে৷
সেও অন্যদের মতোই অ্যাডমিট কার্ড হাতে পায়৷ তার পরেই চক্ষু চড়কগাছ তার৷ শুধু তার নয়, শোরগোল পড়ে যায় অন্যান্য ছাত্র ছাত্রীদের মধ্যেও৷ তার অ্যাডমিট কার্ডের মধ্যে ছবির জায়গায় রয়েছে অন্য এক মহিলার ছবি৷ এখানেই শেষ নয়, সেই মহিলার পরনে রয়েছে বিকিনি!
বিহারের এক বিশ্ববিদ্যালয়ের এই ভুলে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে৷ কী করে এক ছাত্রীর ছবির জায়গায় বিকিনি পরিহিত এক মহিলার ছবি দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের কাজের মান নিয়ে ও দায়বদ্ধতা নিয়ে৷
বিহারের দ্বারভাঙা জেলার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় সাড়া পড়েছে৷ হোম সায়েন্সের স্নাতক স্তরের ওই ছাত্রী গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে৷
নতুন অ্যাডমিট কার্ডের দাবি জানিয়েছে ওই ছাত্রী৷
এই বিভ্রাটে দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয় জানাচ্ছে পরীক্ষা পিছনো হয়েছে৷ যতদিন না ছাত্রীটি সঠিক কার্ড হাতে পাবে, ততদিন পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ তবে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়৷
গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন এগজামিশেন কন্ট্রোলার৷ কী করে এই ঘটনা ঘটল, তার জবাব তলব করা হয়েছে৷ পাশাপাশি, যে প্রিন্টিং প্রেস থেকে অ্যাডমিট কার্ড ছাপানো হয়েছে, তাদের গাফিলতিও খতিয়ে দেখা হবে৷
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments