মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে

মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে



মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে
মহিলার বিকিনি পরা ছবি পরীক্ষার অ্যাডমিট কার্ডে
গৃহ বিজ্ঞানের পরীক্ষা ছিল সামনেই৷ স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হয় অ্যাডমিট কার্ড৷ এই অবধি ঘটনায় কোনও অঘটন নেই৷ খুব স্বাভাবিকভাবেই এগোচ্ছিল৷ হঠাৎই গোলমাল বাঁধল এক ছাত্রীর অ্যাডমিট কার্ড নিয়ে৷
সেও অন্যদের মতোই অ্যাডমিট কার্ড হাতে পায়৷ তার পরেই চক্ষু চড়কগাছ তার৷ শুধু তার নয়, শোরগোল পড়ে যায় অন্যান্য ছাত্র ছাত্রীদের মধ্যেও৷ তার অ্যাডমিট কার্ডের মধ্যে ছবির জায়গায় রয়েছে অন্য এক মহিলার ছবি৷ এখানেই শেষ নয়, সেই মহিলার পরনে রয়েছে বিকিনি!

বিহারের এক বিশ্ববিদ্যালয়ের এই ভুলে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে৷ কী করে এক ছাত্রীর ছবির জায়গায় বিকিনি পরিহিত এক মহিলার ছবি দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের কাজের মান নিয়ে ও দায়বদ্ধতা নিয়ে৷
বিহারের দ্বারভাঙা জেলার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় সাড়া পড়েছে৷ হোম সায়েন্সের স্নাতক স্তরের ওই ছাত্রী গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে৷
নতুন অ্যাডমিট কার্ডের দাবি জানিয়েছে ওই ছাত্রী৷


এই বিভ্রাটে দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয় জানাচ্ছে পরীক্ষা পিছনো হয়েছে৷ যতদিন না ছাত্রীটি সঠিক কার্ড হাতে পাবে, ততদিন পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ তবে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়৷

গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন এগজামিশেন কন্ট্রোলার৷ কী করে এই ঘটনা ঘটল, তার জবাব তলব করা হয়েছে৷ পাশাপাশি, যে প্রিন্টিং প্রেস থেকে অ্যাডমিট কার্ড ছাপানো হয়েছে, তাদের গাফিলতিও খতিয়ে দেখা হবে৷



Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting

Post a Comment

0 Comments