মনের মতাে স্ত্রী নির্বাচন
প্রতিটি পুরুষই সুন্দরী স্ত্রী পেতে চায়, কেউ নিজেরা দেখে শুনে জীবন সাথী নির্বাচন করে। আবার কারও অভিভাবকেরা সে দায়িত্ব পালন করে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে প্রণয় ঘটিত বিয়ের শতকরা ৭৫ ভাগই অশান্তির দাবানলে জুলছে। তাদের মধ্যে দ্বন্দ্বলেগেই আছে। যাকে বিয়ের পূর্বে নম্র, ভদ্র, সুন্দরী ভেবেছিল সে বিবাহের বছর খানেক ঘুরতে না ঘুরতেই অন্যরূপ ধারণ করেছে। একান্নবর্তী পরিবারে এসেই পরিবারটিকে ভেঙে তছনছ করে দিচ্ছে। এটা কেন হয় ? আগে তাে এত দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন হতাে না? তার কারণ অভিভাবকেরা তাদের সন্তানদের পাত্রী নির্বাচন করতেন।তাদের মধ্যে অনেকেই জানতেন কোন কোন লক্ষণ যুক্ত স্ত্রীকে ঘরের বধূ করে আনলে সংসার সুখের হবে।
0 Comments