রেগে গিয়ে অনলাইনে নিজের শাশুড়িকে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন এক মহিলা , তারপর যা হলো
অনলাইনে তো আজকাল সবকিছুই কেনা বেচা হয়!তাই বলে নিজের শাশুড়িকে!এমনই এক কান্ড ঘটালেন এক বাড়ির গৃহবধু। তিনি ট্যাগলাইনে লিখলেন “মাদার ইন ল ইন গুড কন্ডিশন” অর্থাৎ “শাশুড়ি বিক্রি আছে ভালো অবস্থায়”। একটি বইয়ের বিনিময়েই এক্সচেঞ্জ করা যাবে। একটি অনলাইন সেলিং সাইটে এমনই বিজ্ঞাপনকে ঘিরে শোরগোল পড়ে গেল।
যদিও বিজ্ঞাপনটি সংস্থার কর্মীদের নজরে আসতেই ১০ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কর্মীরা সবসময় পোস্টগুলির উপর নজর রাখেন। কোনও কুরুচিকর, অসম্মানজনক বিজ্ঞাপন তাদের চোখে পড়লে তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয়। অবশ্য অনলাইন সেলিং সাইটগুলিতে এরকম বিজ্ঞাপন নতুন কিছু নয়। বছরখানেক আগেও একটি জনপ্রিয় অনলাইন সেলিং সাইটে স্বামী বিক্রির বিজ্ঞাপন চোখে পড়েছিল অনেকেরই।
মনোরোগ বিশেষজ্ঞদের দাবি, “বর্তমান সমাজে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, বৌমার সম্পর্কগুলি ক্রমশই জটিল আকার ধারণ করছে। যার জন্য বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদের ঘটনাও। হতাশা, লোভ, উচ্চাকাঙ্খার বেড়াজালে নিজেরাই জড়িয়ে পড়ছি আমরা। আর তারই বহিঃপ্রকাশ ঘটছে এই ধরনের ঘটনার মাধ্যমে।”
অন্যদিকে, আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনলাইন নেটওয়ার্ক দুনিয়ায় এই ধরনের ঘটনা সাইবার অপরাধের মধ্যেই পড়ে। এক্ষেত্রে ওই গৃহবধূর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে, তাকে জরিমানা ও জেল দুটোই হতে পারে। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও খবর অবশ্য পাওয়া যায়নি ।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments