হিন্দু মুসলমান কবিতা- হিন্দু মুসলমান-(সুব্রত পাল)
হিন্দু মুসলিম ঐক্য কবিতা |Hindu Musalman Kobita
হিন্দু মুসলমান
সুব্রত পাল
বিদ্রোহী কবি লিখেছিলেন হিন্দু মুসলমান,
তাইতো আজও করি মোরা তাঁর জয়গান।
এক সুরে তেই গর্ব করি,এক সুরে গাই গান,
সকল দেশের চেয়ে মোদের, মেরা ভারত মহান।
আপন আপন ধর্ম করে দেশ মাতা কে পুজি,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সফলতা কে খুঁজি।
জাতের উর্দ্ধে মোদের ভারত বিভেদের নেই স্থান,
হিন্দু ভাইকে রক্ত দিয়ে সেই বাঁচায় মুসলমান।
দেশ মা কে বাঁচাতে মোদের নেই মেলা জুরি,
শেষ রক্ত দিয়েও মোরা করবো রক্ষা এসো শপথ করি।
আমরা হিন্দু মুসলমান তাইতো এতো মহান,
শত্রুর বীজ উপরে দেবো যতক্ষণ দেহে থাকবে প্রাণ।
বিপদে মোরা একসাথে আর সুখের দিনেও ভাই ভাই,
এই ভারতই গড়ে আমরা বিশ্বে আজও প্রশংসা পাই।
যতই মোদের বিরোধ লাগাক থাকবো মোরা পাশে,
অটুট বন্ধন চিরকাল মোদের ভাবতে পারি হেসে।
ওরা হিন্দু নয়,ওরা মুসলমান নয়, ওরা নই কোনো জাতের,
হিংসা ছরিয়ে কালিমালিপ্ত করে মোদের ভারতের।
যত দিন থকবো মোরা এই ধরনীর তলে,
দেশের জন্য লড়বো মোরা কাঁধে কাঁধ মিলিয়ে।
জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আমাদেরই হাতে,
যতই বাধা আসুক মোদের আমরা থাকবো এক সাথে।
আমরা গর্ব করে বলতে পারি হিন্দু মুসলমান,
জগৎ সভায় শ্রেষ্ঠ তাই মেরা ভারত মহান।RELATED QUARIES:
| |||||||||
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments