জেলার নাম বীরভূম

জেলার নাম বীরভূম



বীরভূম জেলার খবর সিউড়ি বীরভূম বীরভূমের মানচিত্র বীরভূম জেলা পারুই থানা বীরভূম দুবরাজপুর বীরভূম জেলার বাউল গান বীরভূম জেলার পশ্চিমবঙ্গের মহানগর কয়টি সিম বঙ্গের ম্যাপ বীরভূম পুলিশ




কেমন করে একটি জেলা বীরভূম নামে চিহ্নিত হয়েছিল তা সঠিক ভাবে কেউ জানেন না। ফলে বীরভূম নামকরণ নিয়ে অনেক অনুমান, অনেক কাহিনী প্রচলিত। প্রাচীনকালে বীরভূম , বীরদেশ ও কামকোটি দ্বারা এই বীরভূম অপেক্ষা বৃহত্তর এক ভূখণ্ডকে নির্দেশ করা হত। ঐ সময় ধল, মান, বরাহ, শেখর, বীর ও সিংহ জাতির আপন আপন বসতি এলাকা ধলভূম, মানভূম, শেখরভূম, বাহভূম, বীরভূম ও সিংহভূম নামে পরিচিত হয়েছিল। অর্বাচীনকালে উৎপত্তি হয়েছিল গােপজাতির বাসভূমিরূপে গােপভূমের।

বর্তমানকালে অজয়নদ হতে উত্তরে বাঁশলই নদীতীর পর্যন্ত পঁচাত্তর মাইল দীর্ঘ এক ভূখণ্ডকে বীরভূম বলা হলেও, অতীতে এর বিস্তৃতি ছিল বিহারের দেওঘর হতে মেদিনীপুর পর্যন্ত, তখন অবশ্য নাম ছিল বীরদেশ।

মুণ্ডারি অভিধানে বীর অর্থে জঙ্গল বুঝায়। পশ্চিম বীরভূম প্রায় সবটায় জঙ্গলময় হওয়ায় জঙ্গলভূম বা জঙ্গলমহল নামে পরিচিত ছিল। সুতরাং সাঁওতাল পরগণার শৈলসানুদেশ হতে দামােদরতীর পর্যন্ত বিস্তৃত জঙ্গলাকীর্ণ নানান উপজাতি।  গােষ্ঠীর বাসস্থান হিসাবেই একসময় বীরদেশ আত্মপ্রকাশ করেছিল বুঝা যায়। এদেশের রাজশক্তিও তাই ‘বীর’ নামেই পরিচিত ছিল।

অনেক নৃবিজ্ঞানী মনে করেন--বীরহড় নামধারী যে জনগােষ্ঠী বিভিন্ন অরণ্যভূমিতে
আজ প্ৰকীর্ণ দেখা যায়, তারাই আদিতে বীরদেশ তৈরী করেছিলেন। অথবা একাদশ শতকে কালুডােমের নেতৃত্বে বীরবংশীয় ডােমজাতি এক অরণ্যভূমিতে বসতি বিস্তার ঘটিয়ে বীরভূম নামের জন্ম দেয়।

সংস্কৃত পণ্ডিতগণ মনে করেন অরণ্যভূমির দাবানল হতেই এই বীরভূম নামের উদ্ভব হয়েছিল ; যেহেতু সংস্কৃতে বীর কথাটির অর্থ অগ্নি। বীরভূম ঘন অরণ্যে সমাবৃত ছিল তারও প্রমাণ দাবানল জাত বীরভূম নাম। এখানকার অরণ্যে বাঘ, ভালুক, হাতী, ময়ুর, শৃগাল প্রভৃতি বন্য পশু ও পাখী বাস করত। কলকাতার চিড়িয়াখানায় বীরভূমের বাঘের পৃথক খাঁচা ছিল এক সময় ; তাছাড়া যাদুঘরে রক্ষিত বৃহত্তম হাতীর কংকালটি এই বীরভূমেই বিলকান্দি নামক স্থান হতে সংগ্রহ করা হয়েছিল।





Related Quaries:

বীরভূম জেলার খবর
সিউড়ি বীরভূম
বীরভূমের মানচিত্র
বীরভূম জেলা পারুই থানা
বীরভূম দুবরাজপুর
বীরভূম জেলার বাউল গান
বীরভূম জেলার
পশ্চিমবঙ্গের মহানগর কয়টি


Post a Comment

0 Comments