চুল পড়া সমস্যা সমাধানে পুঁইপাতা এবং অলিভ অয়েলের প্যাক

চুল পড়া সমস্যা সমাধানে পুঁইপাতা এবং অলিভ অয়েলের প্যাক

চুল পড়া সমস্যা সমাধানে পুঁইপাতা এবং অলিভ অয়েলের প্যাক



চুল পড়া একটি ভয়ংকর সমস্যা। এই সমস্যাটা মুলত ছেলে মেয়ে উভয়ের হয়ে থাকে আর এই সমস্যা টা হলে অনেকেই চিন্তায় পড়ে যায় কেননা কেউ টাকলা হয়ে যেতে চায় না এজন্য কতকিছু করে থাকে,কত রকম তেলের ব্যবহারও করে থাকে। আপনি চাইলে আমাদের এই সমাধানটি অনুসরন করে দেখতে পারেন। আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে চুল পড়া সমস্যা সমাধানে পুঁইপাতা এবং অলিভ অয়েলের প্যাক।
আসুন তাহলে জেনে নেই এবার কিভাবে তৈরি করে নিবেন চুল পড়া সমস্যা সমাধানে পুঁইপাতা এবং অলিভ অয়েলের প্যাকঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। পুঁইপাতা (পরিমান মত)
২। অলিভ অয়েল (পরিমান মত)
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। আপনার চুলের পরিমাণ বুঝে পুইপাতা নিন এবং ভালো করে ধুয়ে বেটে নিন এবং এই বাটা পাতার সাথে খানিকটা অলিভ অয়েল মিশিয়ে নিন।
২। গোড়ায়, মাথার ত্বকে ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
একদিন পর পর টানা দুই সপ্তাহ পুঁইপাতা ব্যবহার করুন, চুল পড়া রোধ হবে। তাই আর দেরি না করে আজই ব্যবহার শুরু করে দিন এই প্যাক।

Post a Comment

0 Comments