গোলাপের ৫টা বিস্ময়কর উপকারিতা
গোলাপ তার সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে বারবার। মনের কাছে এই ফুল যেন একরাশ আলোর কিরণ নিয়ে আসে, প্রাণের আহার যোগায়, যাবতীয় মনখারাপের ওষুধ হয়ে যেন কাজ করে এই আশ্চর্য ফুল। প্রাচীনকাল থেকে নানান প্রেমের গল্প, কবিতা এবং জীবনের সব ধরণের শৈল্পিক ও সৃষ্টিশীলতায় গোলাপ ফুল অবধারিত ভাবে তার জায়গা করে নিয়েছে। কিন্তু জানেন কি, গোলাপ ফুল আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কত রকমের উপকার দিতে পারে? শরীর, মন এবং ত্বকের ওপর এর একটা ইতিবাচক প্রভাব আছে এবং প্রাচীন কাল থেকে একে ব্যবহার করা হচ্ছে।
সৌন্দর্যের উপাদান হিসেবে গোলাপের ব্যবহার সুপরিচিত হলেও গোলাপ যৌনজীবনে তৃপ্তি দেয়, চাপ-ধকল ও ওজন কমাতে সাহায্য করে। গোলাপ ফুলের সৌন্দর্য এবং স্বাস্থ্য সংক্রান্ত ৫টা উপকারিতার কথা এখানে দেওয়া হল।
ওজন কমাতে সাহায্য করে গোলাপের পাপড়ির মধ্যে এমন উপাদান আছে যা মেটাবোলিজমের উন্নতি ঘটায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। রোজ টি খেলে সেটা অনুভূতির তৃপ্তি দেবার সাথে বেশী পরিমাণ খাওয়াও আটকায়। এটা স্বাভাবিক ভাবে ওজন কমাতে সাহায্য করে।গরম জলে টাটকা গোলাপের পাপড়ি দিন এবং জলের রঙ ফ্যাকাসে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণের মধ্যে সামান্য মধু ও দারচিনির পাউডার মেশান। অতিরিক্ত মেদ ঝরাতে রোজ এই চা খান।
চাপ-ধকল এবং বিষণ্ণতা কমায়অবসাদ-ক্লান্তি এবং চাপ-ধকল থেকে ইনসোমনিয়া এবং অস্থিরতা-ছটফটানি হয় যা থেকে উদাসীনতা এবং অস্বস্তি বাড়ে। গোলাপের পাপড়ি এবং তার সুবাস এই সমস্যা দূর করতে পারে।গরম জল বানিয়ে তার মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। গরম ভাব ফুলের সুবাস বের করে। শরীর এবং মনকে আরাম দেবার জন্য এই জল দিয়ে স্নান করুন।
অর্শের সমস্যা দূর করুনগোলাপের পাপড়িতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং জলীয় উপাদান থাকে। এর মধ্যের উপাদান শরীর থেকে টক্সিন বের করে দিয়ে হজমে সাহায্য করে। এগুলো অর্শের রক্তপাত বন্ধ করে যন্ত্রণা উপসমে সাহায্য করে।গোলাপের পাপড়ি এবং জলের পুরু মিশ্রণ বানান। পাইলসের রক্তপাত নিরাময়ের জন্য তিন দিন খালি পেটে এই মিশ্রণ খান।
অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কার্যকারিগোলাপ জল ত্বকের জ্বালা ফুসকুড়ি নিরাময় করে, ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখে ও তাকে নমনীয় বানায়। এটা যথোপযুক্ত অ্যাস্ট্রিনজেন্ট এবং গভীর ক্লিনজার ও টোনার হিসেবে কাজ দেয়। এটা আপনাকে স্বাভাবিকভাবে কম বয়সী করে দেয়।গোলাপের পাপড়ির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। ত্বকের অস্বস্তি এবং চুলকানির উপশম করে ত্বককে আরাম করে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে রোজ গোলাপ জল দিয়ে মুখ ধোবেন।
প্রাকৃতিক উপায়ে ব্রণ নিরাময় করেগোলাপ জল একটা উৎকৃষ্ট ময়েশ্চারাইজার। এর মধ্যে ফিনাইল ইথানল এবং অ্যান্টিসেপ্টিক উপাদান থাকে যা ব্রণ কমায়। গোলাপের পাপড়ির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণকে শুকিয়ে দেয়।মেথির বীজের সাথে গোলাপ জলের পেস্ট বানিয়ে মুখে লাগান এবং কিছুক্ষণ বাদে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
- গোলাপ ফুল খাওয়ার উপকারিতা
- গোলাপের পাপড়ির উপকারিতা
- গোলাপ ফুল রচনা
- গোলাপ ফুলের ব্যবহার
- গোলাপ ফুল দিয়ে রূপচর্চা
- লাল গোলাপ ফুল
0 Comments