একলা দুপুর, গ্রাম্য বৌদি এবং দুষ্টু দেওররা...


একলা দুপুর, গ্রাম্য বৌদি এবং দুষ্টু দেওররা...



একলা দুপুর, গ্রাম্য বৌদি এবং দুষ্টু দেওররা...একলা দুপুর, গ্রাম্য বৌদি এবং দুষ্টু দেওররা...


রেশমী প্রামাণিক
কলকাতার কন্যে। আজ থেকে ১২ বছর আগে কাজ করতেন বাংলা ইন্ড্রাস্টিতে। ২০০৩ সালে স্নেহের প্রতিদানে কাজ করেছিলেন আইটেম ডান্সার হিসাবে। এছাড়া ব্যাকআপ ডান্সার হিসাবেও কাজ করেছেন বহু বাংলা সিনেমায়। কাজ করেছেন তখনকার হিট সিরিয়াল '১ নম্বর মেসবাড়ি'তেও। ২০০৪ সালে ভোজপুরি সিনেমায় সুযোগ পেয়ে তিনি চলে যান মুম্বই। চুটিয়ে কাজ করতে শুরু করেন। কাজের সূত্রেই আলাপ ভোজপুরি নায়ক বিক্রান্তের সঙ্গে। বেশ কয়েক বছরের লম্বা কোর্টশিপের পর ২০১৭-র ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। এখন পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা। এর মাঝে বিগবস সিজন ১০- এ অংশগ্রহণও করেছিলেন। তিনি মোনালিসা। ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো'র দ্বিতীয় সিজনে তিনিই নতুন বৌদি। দেওরদের ঝুমা বৌদি।


বাংলা ছাড়লেও ভীষণ ভাবে চাইতেন বাংলা ছবিতে কাজ করতে। ইন্ড্রাস্টি তে আবার ফিরে আসতে। সেই স্বপ্ন অবশেষে পূরণ হল। ফিরলেন বাংলায়। পপুলার ওয়েব সিরিজের হাত ধরে। কীভাবে সুযোগ এল, তা নিজেও জানেন না। মোনালিসা জানালেন, কিছুদিন আগে যখন কলকাতায় এসেছিলেন তখন তাঁর দাদা তাঁকে দুপুর ঠাকুরপোর ওয়েব সিরিজটি দেখিয়েছিলেন। বেশ পছন্দ হয় তাঁর। ভালো লেগেছিল পোস্টারও। এরপর একদিন কাকতালীয় ভাবেই তিনি ডাক পান। চিত্রনাট্য না শুনেই হ্যাঁ করে দেন।দাদাকে জানানোর পর দাদাও খুব খুশি হয়েছিলেন।
এর আগের সিজনে বৌদি ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আপনি..চিন্তা হচ্ছে না? উত্তরে মোনালিসা জানান, ''প্রথমে একটু ভয় তো ছিলই। উনি অনেক সিনিয়র এবং জনপ্রিয় অভিনেত্রী। আমি ওঁনার সিরিজ সবকটা খুব ভালো ভাবে দেখেছি। তবে এবারের সিরিজের গল্পের সঙ্গে আগের সিরিজের কোনও মিল নেই''।


এবারের গল্পে ঝুমা নিতান্তই গ্রাম্য বধূ। স্বামীকে খুঁজতে কলকাতায় আসে। স্বামী তাকে যে ঠিকানা দিয়েছিল সেই রিহ্যাবের মালিক ছোড়দা (রুদ্রনীল ঘোষ)। যিনি আবার মহিলা বিদ্বেষী। এমনকি বাড়িতে কোনও দেবীর ছবিও রাখেন না। এহেন বাড়িতে এসে দেওরদের দুষ্টু বুদ্ধি সাপ্লাই করে বৌদি। এরপর কঠোর বিদ্বেষী ছোড়দাও একদিন বৌদিকে দখে অজ্ঞান হয়ে পড়ে।


CREDIT - EISAMAY


Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting

Post a Comment

0 Comments