শ্বেতী রোগ: সংক্রামক বা প্রাণঘাতী রোগ নয়
♦শ্বেতী রোগ কী?
মানুষের ত্বক, চুল ও চোখের রঙ নির্ধারণ করে মেলানিন নামক উপাদান যা ত্বকের কোষে তৈরী হয়। যখন শরীরের কোনো অংশের ত্বকের কোষগুলো ক্ষয়ে যায় বা মরে যায় তখন ওই অংশ মেলানিনের অভাবে বিবর্ণ বা সাদা হয়ে যায়। একে শ্বেতী রোগ বলে। শ্বেতী রোগ নিয়ে সাধারণ মানুষের মনে বিভিন্ন কুসংষ্কার বা ভীতি রয়েছে। যদিও শ্বেতী কোনো সংক্রামক বা প্রাণঘাতী রোগ নয়। শ্বেতী রোগ সম্পর্কে সারা পৃথিবী জুড়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ২৬শে জুন বিশ্ব ভিটিলিগো দিবস পালন করা হয়।
♦শ্বেতী রোগের প্রকারভেদ:
সাধারণত দুই ধরণের শ্বেতী দেখা যায়-(১) এ ধরণের শ্বেতী শরীরের যেকোনো একপাশের হাত, পা বা মুখ আক্রান্ত হয়। অল্প বয়সেই রোগের লক্ষণ দেখা দেয়।
(২) এ ধরণের শ্বেতী পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। সাধারণত এই ধরণের শ্বেতী বেশি দেখা যায়। প্রথমে এটি হাত, পা বা মুখের সামান্য অংশে ছোট ছোট সাদা দাগ হিসেবে দেখা দেয় এবং ক্রমে এগুলো একত্রিত হয়ে বড় আকার ধারন করে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে।
♦শ্বেতী কেন হয়ঃ
এখনো পর্যন্ত বিজ্ঞানীরা শ্বেতীর সঠিক কারণ বের করতে পারেনি। তবে নিম্নোক্ত কারণে শ্বেতী হতে পারে, যেমন-
(১) বংশগত কারণে,
(২) কেউ কেউ জন্মগতভাবে এই রোগে আক্রান্ত হয়,
(৩) শরীরে মেলানিন উৎপাদনকারী কোষ ধ্বংসকারী পদার্থ তৈরী হওয়া,
(৪) অত্যাধিক মানসিক অবসাদ,
(৫) নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ যেমন মনোইথাইলিন বেনজিন ইত্যাদির কারণেও শ্বেতী হতে পারে।
(২) শরীরে সাদা বা হালকা ফুস্কুরি দেখা দেয়া,
(৩) শরীরের অন্যান্য অংশ যেমন: বগল, কুচকি, যৌনাঙ্গ বা পায়ুপথ ইত্যাদির চামড়া বিবর্ণ হয়ে যাওয়া,
(৪) মুখগহবর ও নাকের ভেতরে বিবর্ণ রঙের কোষ দেখা যাওয়া,
(৫) চুল, ভ্র, চোখের পাপড়ি বা মুখের লোম সাদা হয়ে আসা,
(১) বংশগত কারণে,
(২) কেউ কেউ জন্মগতভাবে এই রোগে আক্রান্ত হয়,
(৩) শরীরে মেলানিন উৎপাদনকারী কোষ ধ্বংসকারী পদার্থ তৈরী হওয়া,
(৪) অত্যাধিক মানসিক অবসাদ,
(৫) নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ যেমন মনোইথাইলিন বেনজিন ইত্যাদির কারণেও শ্বেতী হতে পারে।
♦শ্বেতীর লক্ষণসমূহ:
(১) মুখমণ্ডল, বাহু, হাত বা পায়ের চামড়া বিবর্ণ হয়ে যাওয়া (অধিক প্রচলিত),(২) শরীরে সাদা বা হালকা ফুস্কুরি দেখা দেয়া,
(৩) শরীরের অন্যান্য অংশ যেমন: বগল, কুচকি, যৌনাঙ্গ বা পায়ুপথ ইত্যাদির চামড়া বিবর্ণ হয়ে যাওয়া,
(৪) মুখগহবর ও নাকের ভেতরে বিবর্ণ রঙের কোষ দেখা যাওয়া,
(৫) চুল, ভ্র, চোখের পাপড়ি বা মুখের লোম সাদা হয়ে আসা,
0 Comments