অবাঞ্ছিত লোম তোলার জন্য কাঁচা পেঁপে (Raw papaya for removing underarm hair)

অবাঞ্ছিত লোম তোলার জন্য কাঁচা পেঁপে (Raw papaya for removing underarm hair)

অবাঞ্ছিত লোম তোলার জন্য কাঁচা পেঁপে



অবাঞ্ছিত লমকে গোড়া থেকে তুলে ফেলার জন্য কাঁচা পেপের কোনো বিকল্প হয়না। কাঁচা পেপেতে প্যাপাইন (papain) নামক একটি এনজাইম (enzyme) থাকে যা লোম গোড়া থেকে ভাঙ্গতে সাহায্য করে। এটি অবাঞ্ছিত লোমকে আপনার শরীর থেকে তুলে ফেলার সাথে সাথে আবার এই লোমের বৃদ্ধিতেও বাধা দেয়। কাঁচা পেঁপে লাগালে আপনার ত্বকের গঠনও অনেক ভালো হয়ে ওঠে।


এই পেস্ট বানাতে প্রয়োজনীয় উপকরণগুলি হল

১-২ চামচ কাঁচা পেঁপের পেস্ট এবং ১/২ চামচ হলুদগুড়ো। এই দুটি মিশ্রন ভালো করে মিশিয়ে আপনার ত্বকে লাগান ও মাসাজ (massage) করুন। ১৫ মিনিট ধরে এই পেস্টটি মাসাজ করতে হবে। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন র পেয়েজান লোমহীন সুন্দর ত্বক। সপ্তাহে ১-২ বার এই পদ্ধতি মেনে চললে আপনি সহজেই পেতে পারেন লোমহীন, উজ্জ্বল ও ফর্সা ত্বক। এটি একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপায় হওয়ার জন্য এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Post a Comment

0 Comments