আসুন জেনে নিই ভ্যাসলিনের ১০টি অনবদ্য ব্যবহার

আসুন জেনে নিই ভ্যাসলিনের ১০টি অনবদ্য ব্যবহার



চুলে ভ্যাসলিনের ব্যবহার ভেসলিন তেল





শীতকালে ত্বকের রুক্ষতা দূর করতে ভ্যাসলিনের জুড়ি মেলা ভার!! তবে শুধু ত্বকের রুক্ষতা না, আরও অনেক কাজে এর চমৎকার ব্যবহার আছে। আসুন জেনে নিই ভ্যাসলিনের ব্যবহার

আসুন আজকে জেনে নিই ভ্যাসলিনের ১০টি অনবদ্য ব্যবহার:

১। পারফিউমের সুগন্ধ দীর্ঘস্হায়ী


পারফিউম দেয়ার আগে সামান্য ভ্যাসলিন গায়ে লাগিয়ে তার উপর পারফিউম লাগালে, ভ্যাসলিনের ব্যবহার এ সুগন্ধ অনেকক্ষন দীর্ঘস্হায়ী হয়।

২। কাপড় থেকে লিপস্টিকের দাগ উঠাতে


কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে, একটা ছোট পরিস্কার কাপড়ে ভ্যাসলিন নিয়ে দাগের উপর ঘসলে দাগ গায়েব।

৩। চোখের মেকাপ উঠাতে


একটা কটন বাড বা সুতি কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে চোখের উপরে আলতো কোরে মেকাপ মু্ছতে হবে।

৪। চামড়ার জুতো পরিস্কার


পাতলা কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে ভালো করে চামড়ার জুতো মুছে নিলেই, চকচকে পরিস্কার হয়ে যাবে।

৫। লোশানের পরিমান বাড়াতে


পছন্দের লোশান শেষ হয়ে আসছে চিন্তা নেই, লোশানের সাথে একটু ভ্যাসলিন মিশিয়ে দিন। আরও কিছুদিন ব্যবহার করুন।

৬। টেবিলে খাবারের দাগ উঠাতে


টেবিলে খাবারের দাগ পড়েছে! দাগে একটু ভ্যাসলিন লাগিয়ে কাপড় দিয়ে মুছে নিন, দাগ চলে যাবে।

৭। চামড়ার হাতব্যাগ সুরক্ষায়


চামড়ার ব্যাগের গায়ে হালকা ভ্যাসলিন লাগিয়ে রাখলে ব্যাগের ফেটে যাওয়া রোধ হয় অনেকাংশে।

৮। হেয়ার ডাই থেকে ত্বক রক্ষায়


আমরা যখন চুলে হেয়ার ডাই লাগাই তখন চুলের আশেপাশের ত্বকেও লাগে, সেজন্য চুলের পাশের ত্বকে আগেই ভ্যাসলিন লাগিয়ে নিলে আর এমন হবে না।

৯। নেইল পলিশের বোতল শক্ত হয়ে যাওয়া রোধে


নেইল পলিশের ক্যাপের নিচে ভ্যাসলিন লাগিয়ে রাখলে, বোতলের মুখে নেইল পলিশ জমে শক্ত হওয়া প্রতিরোধ করে।

১০। হাতের আংটি খুলতে সাহায্য করে


হাতের আংটি আটকে গেছে? খুলতে পারছেন না? একটু ভ্যাসলিন হাতের আঙ্গুলে মেখে নিন, সহজেই আংটি খুলে যাবে।

Post a Comment

0 Comments