নানাবিধ রোগ প্রতিকারে গাঁদাল বা গন্ধভাদালি পাতা অব্যর্থ, কার্যকরী
গাঁদাল বা গন্ধভাদালি হল একটি লতানো গাছ যা, কম–বেশি ভারতের সর্বত্রই পাওয়া যায়। লতানো হওয়ার জন্য এরা সাধারণত অন্য গাছের উপর নির্ভর করে বেড়ে ওঠে। আর পাঁচটি পাতা থেকে এই গাঁদাল পাতাকে আলাদা করা যায় এর উত্কট বিষ্ঠার মতো গন্ধ থেকে। এই গন্ধের জন্য এই পাতার অপর নাম 'পুতিগন্ধা'। মধ্য এবং পূর্ব হিমালয়ের পাঁচ হাজার ফুট উচ্চতার মধ্যেও এই পাতা পাওয়া যায়। বিভিন্ন রোগের প্রতিকারে এই পাতা বিশেষ উপকারী।জেনে নিন কোন কোন রোগের প্রতিষেধক গাঁদাল পাতা।
* আমাশা নিরাময়ে গাঁদাল পাতা খুবই কার্যকরী। ২–৪ চামচ গাঁদাল পাতার রস ঈষত্ গরম করে নিয়ে তাতে ৯–১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে আমাশার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
* অর্শের সমস্যায় কষ্ট পান বহু মানুষ। সেক্ষেত্রে ৩ গ্রাম কাঁচা হলুদের সঙ্গে ২ চামচ গাঁদাল পাতার রস মিশিয়ে খেলে দু–একদিনের মধ্যেই অর্শের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত এই পথ্য মেনে চললে অর্শের সমস্যার সমাধান সম্ভব।
* পুরুষের দেহে শুক্রাণুর ঘাটতি দেখা দিলে গাঁদাল পাতা সেই ঘাটতি পূরণে বিশেষভাবে সাহায্য করে। সেক্ষেত্রে ২ চামচ গাঁদাল পাতার রস ঘন দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে তার জন্য অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
* মূত্রনালীর প্রদাহের সমস্যাও খুবই কষ্টদায়ক। সেক্ষেত্রে গাঁদাল পাতার রসে ৩ থেকে ৪ চামচ কাঁচা দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।
* অনেক সময়ে দৈহিক পরিশ্রম বেশি হলে হাতে–পায়ে শিরার সংকোচন ঘটে এবং তা তীব্র যন্ত্রণার সৃষ্টি করে। এই সমস্যারও সমাধান করতে পারে গাঁদাল পাতা। সেক্ষেত্রে গাঁদাল পাতা বেটে তা তিলের তেল–এর সঙ্গে মিশিয়ে সারা শরীরে মালিশ করলে আরাম পাওয়া যায়।
* বাতের ব্যথাতেও আরাম দেয় এই গাঁদাল পাতা। গাঁদাল পাতার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মালিশ করলে আরাম পাওয়া যাবে। শুধু তাই নয়, আমবাতের সমস্যাও নিমেষে দূর হবে যদি গাঁদাল পাতার রসের সঙ্গে এক কোয়া রসুন চিবিয়ে খাওয়া যায় | ২–৪ দিনের মধ্যে আমবাতের যন্ত্রনা লাঘব হবে।
প্রাচীনকালের কবিরাজী শাস্ত্রে পক্ষাঘাত হলে গাঁদাল পাতার রস খাওয়ানোর চল ছিল। শুধু তাই নয়, শরীরের কোনও অঙ্গ অবশ হয়ে গেলে গাঁদাল পাতার রস খেলে বা ওই স্থানে গাঁদাল পাতা মালিশ করলে যন্ত্রনা উপশম পাওয়া যায়।
বাড়িতে প্রস্তুত যেকোনো ভেষজ টোটকা নিজ দ্বায়িত্বে ব্যবহার করবেন, অথবা নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।
0 Comments