শ্বেতপ্রদর বা সাদা স্রাব
লক্ষণ
ঠান্ডা লাগা, অপরিষ্কার থাক,উত্তেজক দ্রব্য পানাহার,কৃমি,অতিরিক্ত সঙ্গমে স্বাস্থ্যভঙ্গ প্রভৃতি কারণে এই রোগ হয়।জরায়ুর আবরক ঝিল্লী,জরায়ুর অভ্যন্তর এবং জরায়ুর মুখ হইতে নানা রঙ্গের যে স্রাব নির্গত হয় তাহাকেই শ্বেতপ্রদর রোগ বলে। প্রসাবের রং প্রায়শঃ সাদা হয় বলিয়াই লোকে ইহাকে শ্বেতপ্রদর বলে।বস্ত্রে দাগ লাগা,মাথাধরা,অজীর্ণতা,দুর্বলতা প্রভৃতি এই রোগের লক্ষণ।
দুর্বার রস,১চামচ চিনি একত্রে মিশিয়ে খেতে
হবে ১৫দিন।
চিকিৎসা
১|প্রতিদিন সকালে দুই চামচ কাঁচা হলুদের রস,দুই চামচদুর্বার রস,১চামচ চিনি একত্রে মিশিয়ে খেতে
হবে ১৫দিন।
২|শুকনা আমলকী চার-পাচ গ্রাম রাতে ভিজিয়ে
সকালে ছেঁকে তার সঙ্গে আধা চামচ কাঁচা
হলুদের রস মিশিয়ে কয়েকদিন খেলে উপকার
হয়|
৩|অর্জুন ছাল চার-পাঁচ গ্রাম রাতে ভিজিয়ে সকালে
ছেঁকে তার সঙ্গে আধা চামচ কাঁচা হলুদের রস
মিশিয়ে কয়েকদিন খেলে উপকার পাওয়া যায়।
পথ্য
প্রত্যহ ইষৎ উসনোজলে গোসল,দিনে তিন চারবার জননেন্দ্রিয় ধুয়ে ফেলা,বিশুদ্ধ বায়ু সেবন করা উপকারী।কুরুচিপূর্ণ বই পড়া,কুসংসর্গ,গুরুপাক দ্রব্য আহার এবং স্বামী সহবাস নিষেধ।
0 Comments