আপনার ত্বক কে আরো মসৃন করতে চান ? আমরা সবাই চাই আমাদের ত্বক যেন মসৃন থাকে। যত বেশি মসৃন ত্বক ততবেশি সুন্দর হয়ে উঠবেন। আজ আপনাকে জানাবো কি করে আপনি একদম মসৃন এবং সফ্ট একটি ত্বকের অধিকারী হতে পারেন। একদম ঘরোয়া জিনিস গুলি আপনার এই কাজ কে সফল করে তুলবে।
একটি মসৃন ত্বক আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। আপনার গ্রহণ যোগ্যতা সবার কাছে বেড়ে যাবে। আপনি আরো সুন্দর হয়ে উঠবেন। আপনার ত্বক যদি খসখসে হয় বা নখ দিলেই যদি সাদা হয়ে ওঠে তাহলে আপনার এই টিপস টি পুরোটি পড়া উচিৎ। আর যদি আপনার ত্বক মসৃন করার আরো টিপস পেতে চান তাহলে এই ওয়েবসাইট এ দেখুন আরো টিপস আছে আপনার জন্য। আসুন দেখে নেওয়া যাক আপনার একটি মসৃন ত্বক কিভাবে পাবেন।
অনেক সময় আমাদের স্কিন কোমলতা হারিয়ে ফেলে !ঠিক কি কি কারণে আপনার ত্বক কোমলতা হারিয়ে ফেলতে পারে তা জেনে নিন।
কোমলতা হারানোর কারণ :
- ত্বক শুস্ক হয়ে যাওয়া
- অতিরিক্ত বাইরে ঘোরা
- আপনার তোকে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া
- ত্বকে ময়লা বেশি থাকলে
এই টিপস টি আপনার কোমলতা ফিরিয়ে আনবে ।
প্রয়োজন :
আপনার ত্বক আরো কোমল আর মসৃন হয়ে উঠবে। আপনি নিজেই হাত দিয়ে দেখুন আপনার ত্বক শুধু শুধু কোমল ই না একদম সফ্ট হয়ে গেছে। এই ৩ টি জিনিসের মিশ্রণ আপনার ত্বকে আপনার উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে আপনার ত্বকে মসৃন ও সফ্ট করে তুলবে। একদম ঘরোয়া জিনিস গুলি আপনার এই কাজ কে সফল করে তুলবে।
একটি মসৃন ত্বক আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। আপনার গ্রহণ যোগ্যতা সবার কাছে বেড়ে যাবে। আপনি আরো সুন্দর হয়ে উঠবেন। আর সবার শেষে আপনার যদি কোনো স্কিনের প্রব্লেম থাকে তাহলে ডাক্তারি পরামর্শ নিন। ধন্যবাদ।
প্রয়োজন :
- গ্লিসারিন
- লেবুর রস
- গোলাপ জল
তৈরী করতে হবে :
- গ্লিসারিন
- লেবুর রস
- গোলাপ জল
- এগুলি দিয়ে একটি লোশন বানান
পদ্ধতি :
- মিশ্রণ টি মুখে গায়ে মেখে
- ১০-১৫ মিনিট বসে থাকুন।
- এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
আপনার ত্বক আরো কোমল আর মসৃন হয়ে উঠবে। আপনি নিজেই হাত দিয়ে দেখুন আপনার ত্বক শুধু শুধু কোমল ই না একদম সফ্ট হয়ে গেছে। এই ৩ টি জিনিসের মিশ্রণ আপনার ত্বকে আপনার উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে আপনার ত্বকে মসৃন ও সফ্ট করে তুলবে। একদম ঘরোয়া জিনিস গুলি আপনার এই কাজ কে সফল করে তুলবে।
একটি মসৃন ত্বক আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। আপনার গ্রহণ যোগ্যতা সবার কাছে বেড়ে যাবে। আপনি আরো সুন্দর হয়ে উঠবেন। আর সবার শেষে আপনার যদি কোনো স্কিনের প্রব্লেম থাকে তাহলে ডাক্তারি পরামর্শ নিন। ধন্যবাদ।
0 Comments