|| কতকটা অভিনয় || বাংলা কবিতা || লেখা ও পাঠে -অর্পিতা ঘোষ || প্রেম কবিতা


|| কতকটা অভিনয়  ||  বাংলা কবিতা  ||  লেখা ও পাঠে -অর্পিতা ঘোষ  || প্রেম কবিতা 






একটা,  দুটো, দশটা এল--- অভিনয়ের পাহাড় হল,

ঠিক তখনই- যখন তোমার আমার ব্রেকআপ হলো,

মনে ভাবি! এই দিনের জন্য বুঝি সবাই এত মুখিয়ে ছিল||

 ওরা ভাবে আমি খারাপ,  এরা ভাবে তুমি, তোমার আমার অটুট বাঁধন হাঁসেন  অন্তর্যামী||

 যোগ্যতার মাপকাঠিতে আমিও তো খুব সেরা নই,

 তুমি ই বাকি, বীরপুরুষটি তেল মেরে যাও সর্বত্রই||

 আমার যখন একটাই দেশ তুমি তুমি তুমি,
তোমার ফোনের কুকি  জানে তুমি কতো এক্সট্রিম লেভেলের গুনি ||

 আমার নাকি ছিল তখন অভিনয় এর ঝুলি, নিজেকে তুমি তাই বুঝে ছিলে আমার পাশে কুলি||

 তোমার সাথে ঘোরা বেড়া মস্তি ছিল বস,
ঘোর কাটলে তোমার তেলেই  মুছে নিলাম কস ||

 আমরা যখন গাইতে ছিলাম মোদের প্রেমের গীতি, গোকুলে কেউ প্ল্যান করল এটার করবে ইতি||

 বাদ দাও এসব কথা, তাদের কথা ভাবো
যারা ভেবেছিল আমি, বাড়ির অমতে তোমাকেই ডুবে যাবো ||

 কষ্ট লাগে ভাবতে, কষ্ট লাগে ভাবতে এসব,
রসগোল্লা ভাববে নাকি হবো কাটি গজা,   লোকে আমায় করমর করে চিবাবে, পাবে ভারী মজা ||

 ওরে বাবা হাসতে আমার পেটে লাগে খিল, বাস্তবেতে চিল করেছি, ফেসবুকেতে ঢিল||

 লাগলে তুক না লাগলে তাক, দিস ইজ কল্ড swag.

কলমে ✍️ অর্পিতা ঘোষ

এই কবিতাটির আবৃত্তি রূপ শুনুন, নিচে দেওয়া লিঙ্ক 👇



এমন আরো নতুন কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন " আমি সেই মেয়ে " চ্যানেলটি
       ধন্যবাদ ||

Post a Comment

0 Comments