কি করে সুলক্ষণ যুক্তা মেয়ে চেনা যায়?
সৌভাগ্যবতী নারীদের কোমর হবে সরু, উদর অনুন্নত, স্তনদ্বয় গােলকার, স্কন্ধ অবনত ও সুগঠিত, বাহু লােমহীন, করতল স্নিগ্ধ ও ঈষৎ লাল, জিহ্বা পাতলা, ঠোট পাতলা, মুখ সুগােল এবং তার পিতার মত, মৃদুভাষি, ও হাসলে দাঁত বেরিয়ে পড়ে না, কণ্ঠস্বর কোকিলের মত, ক্রন্দনকালে অঝরে অশ্রু ঝরে, কেশ ভ্রমর কালাে কুঞ্চিত ও সুক্ষ্ম, স্নিগ্ধ, নাক সুদৃশ্য সুগােল, দাঁত উভয় পংক্তিতে সমসংখ্যক এবং সন্নিবেশিত, চোখ পদ্মফুলের মত, কপাল সুগােল, সমান, মােটা ও উন্নত, ভু ধনুকার হলে সেই মেয়ে সুলক্ষণা।
তবে বিবাহের ক্ষেত্রে আর একটি লক্ষনীয় বিষয় হল গণ। নরগণ, দেবারি গণ ও দেবগণ। দেবগণে দেবগণে বিবাহ অত্যন্ত শুভ, দেবগণ-রাক্ষসগণে বিবাহ চলন সই দ্বন্দ্বের মধ্যে মিলন। নরগণ ও রাক্ষসগণে বিবাহ হলে বিপরীত গণের পাত্র বা পাত্রী মধ্যে যার নর
গণ সে মারা যাবে। রাক্ষসগণ ও রাক্ষসগণে দ্বন্দ্ব কিন্তু বিচ্ছেদ হীন। তবে দেবগণ -দেবগণ এবং দেবগণ ও রাক্ষসগণে বিবাহ সব চেয়ে ভালাে।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments