কি করে সুলক্ষণ যুক্তা মেয়ে চেনা যায়?

 কি করে সুলক্ষণ যুক্তা মেয়ে চেনা যায়?



কি করে সুলক্ষণ যুক্তা মেয়ে চেনা যায়?




সৌভাগ্যবতী নারীদের কোমর হবে সরু, উদর অনুন্নত, স্তনদ্বয় গােলকার, স্কন্ধ অবনত ও সুগঠিত, বাহু লােমহীন, করতল স্নিগ্ধ ও ঈষৎ লাল, জিহ্বা পাতলা, ঠোট পাতলা, মুখ সুগােল এবং তার পিতার মত, মৃদুভাষি, ও হাসলে দাঁত বেরিয়ে পড়ে না, কণ্ঠস্বর কোকিলের মত, ক্রন্দনকালে অঝরে অশ্রু ঝরে, কেশ ভ্রমর কালাে কুঞ্চিত ও সুক্ষ্ম, স্নিগ্ধ, নাক সুদৃশ্য সুগােল, দাঁত উভয় পংক্তিতে সমসংখ্যক এবং সন্নিবেশিত, চোখ পদ্মফুলের মত, কপাল সুগােল, সমান, মােটা ও উন্নত, ভু ধনুকার হলে সেই মেয়ে সুলক্ষণা।




তবে বিবাহের ক্ষেত্রে আর একটি লক্ষনীয় বিষয় হল গণ। নরগণ, দেবারি গণ ও দেবগণ। দেবগণে দেবগণে বিবাহ অত্যন্ত শুভ, দেবগণ-রাক্ষসগণে বিবাহ চলন সই দ্বন্দ্বের মধ্যে মিলন। নরগণ ও রাক্ষসগণে বিবাহ হলে বিপরীত গণের পাত্র বা পাত্রী মধ্যে যার নর
গণ সে মারা যাবে। রাক্ষসগণ ও রাক্ষসগণে দ্বন্দ্ব কিন্তু বিচ্ছেদ হীন। তবে দেবগণ -দেবগণ এবং দেবগণ ও রাক্ষসগণে বিবাহ সব চেয়ে ভালাে।






   Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting

Post a Comment

0 Comments