উত্তরপ্রদেশে লকডাউনের জন্য খুদার জ্বালায় ধর্ষনের শিকার একটি মায়ের জীবন।
খিদের জ্বালায় বিনামূল্যের রেশন নিতে গিয়েছিলেন যুবতী! একলা পেয়ে ধর্ষণ করল রেশন ডিলার
স্বামী একজন শ্রমিক। আটকে আছেন পঞ্জাবে। আর স্ত্রী একলা পড়ে আছেন উত্তরপ্রদেশের গ্রামে।
লকডাউনের জন্য স্বামী আটকে আছেন পঞ্জাবে। কিন্তু খিদে সে কথা শোনে না। লকডাউনের মধ্যে তাই সরকারের বিনামূল্যে রেশন নিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এর যুবতী। কিন্তু খাবার তো পেলেনই না, উল্টে তাঁকে ধর্ষণ করল রেশন ডিলার।
তাঁর অভিযোগ, প্রথমে তাঁকে রেশনের দোকানে দাঁড় করিয়ে রেখেছিলেন রেশন ডিলার। দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপর চলে যেতে বলেন। নিরাশ হয়ে তিনি ফিরে আসেন।
এরপরই বাড়িতে এসে তাঁকে একলা পেয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে ও অত্যাচার করে ওই রেশন দোকানদার। ঘটনার পরেই পুলিশ অভিযোগ জানান ওই মহিলা।
ওই মহিলা যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক জানিয়েছেন, এতদিন তাঁরাই খাবার দিয়েছেন। কিন্তু এখন তাঁদেরও আর সামর্থ্য নেই। তাই রেশন দোকানে যেতে হয়েছিল নির্যাতিতাকে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে রেশন ডিলার বিনোদকে গ্রেপ্তার করেছে ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে। আপাতত পুলিশের হেফজতে আছে অভিযুক্ত।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for
খিদের জ্বালায় বিনামূল্যের রেশন নিতে গিয়েছিলেন যুবতী! একলা পেয়ে ধর্ষণ করল রেশন ডিলার
স্বামী একজন শ্রমিক। আটকে আছেন পঞ্জাবে। আর স্ত্রী একলা পড়ে আছেন উত্তরপ্রদেশের গ্রামে।
লকডাউনের জন্য স্বামী আটকে আছেন পঞ্জাবে। কিন্তু খিদে সে কথা শোনে না। লকডাউনের মধ্যে তাই সরকারের বিনামূল্যে রেশন নিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এর যুবতী। কিন্তু খাবার তো পেলেনই না, উল্টে তাঁকে ধর্ষণ করল রেশন ডিলার।
তাঁর অভিযোগ, প্রথমে তাঁকে রেশনের দোকানে দাঁড় করিয়ে রেখেছিলেন রেশন ডিলার। দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপর চলে যেতে বলেন। নিরাশ হয়ে তিনি ফিরে আসেন।
এরপরই বাড়িতে এসে তাঁকে একলা পেয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে ও অত্যাচার করে ওই রেশন দোকানদার। ঘটনার পরেই পুলিশ অভিযোগ জানান ওই মহিলা।
ওই মহিলা যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক জানিয়েছেন, এতদিন তাঁরাই খাবার দিয়েছেন। কিন্তু এখন তাঁদেরও আর সামর্থ্য নেই। তাই রেশন দোকানে যেতে হয়েছিল নির্যাতিতাকে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে রেশন ডিলার বিনোদকে গ্রেপ্তার করেছে ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে। আপাতত পুলিশের হেফজতে আছে অভিযুক্ত।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for
0 Comments