ব্রাহ্মণদেরধনের দশটি লক্ষণ অধ্যয়ন ও পালন করাউচিত ?

ব্রাহ্মণদেরধনের দশটি লক্ষণ অধ্যয়ন ও পালন  করাউচিত ?




ব্রাহ্মণদেরধনের দশটি লক্ষণ অধ্যয়ন ও পালন  করাউচিত ?


ধর্মের দশটি লক্ষণ হল ধৃতি অর্থাৎ সন্তোষ, ক্ষমা, দম অর্থাৎ মনের অধিকার,অস্তেয় অর্থাৎ পরের ধন অপহরণ না করা, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য ও অক্রোধ।

ধৃতিঃ ক্ষমা দমােহস্তেয়ং শৌচমিন্দ্রিয়নিগ্রহঃ।।
ধী বিদ্যা সত্যমক্রোধ দশকং ধর্ম লক্ষণম্।।

যে ব্রাহ্মণ ধর্মের এই দশ লক্ষণ সম্যক অধ্যয়ন করে তার অনুষ্ঠান করেন তিনি পরম গতি লাভ করেন। সংযত মনে এই দশবিধ ধর্মের অনুষ্ঠান করে গুরুর নিকটে বেদান্ত শাস্ত্র অবগত পূর্বক দেবতা, পিতৃ ও ঋষিঋণ মুক্ত হওয়ার পর বেদ-সন্ন্যাস গ্রহণ করবেন। তাতে তার পরম মঙ্গল হবে।।

Post a Comment

0 Comments