এখানকার লোকজন ক্ষিদে মেটাতে মাটির তৈরি রুটি খান ! ভিডিওটি দেখলে আপনার চোখেও জল চলে আসবে
সারা দুনিয়ায় হাজার হাজার লোক রয়েছেন যারা প্রতিদিন খেতে না পেয়ে মারা যান। এইসব লোকজনের ভাগ্যে দিনে দুবারের খাবারও জোটে না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি এমনই এক দেশ, যেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে, লোকজনের খাওয়ার মত কিছুই নেই। এক প্রকার বাধ্য হয়েই সেখানকার লোকজন নোংরা কাদা দিয়ে তৈরি রুটি খাচ্ছেন।
হাইতি এই দারিদ্র্যতা নিয়ে এক পুরনো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র সেওয়াগ নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে এই ভিডিওটি শেয়ার করেন।
চলছে রুটি বানানোর কাজ –
ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানকার লোকজন মাটির সাথে নুন আর জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করছে। এরপর সেই নোংরা মাটি দিয়ে তৈরি রুটু শুকনো করার জন্য রোদে রেখে দেওয়া হচ্ছে। তারপর সেগুলি শুকিয়ে গেলে নুন মিশিয়ে খাচ্ছে সেখানকার লোকজন। আপনাদের জানিয়ে রাখি যা, হাইতি হল এমন এক দেশ যেখান থেকে কলম্বাস এশিয়া ও ভারত আবিষ্কারের সূত্র পেয়েছিলেন।
মাটি দিয়ে রুটি বানিয়ে খাচ্ছেন এক হাইতির মানুষ –
হাইতি এই দারিদ্র্যতা নিয়ে এক পুরনো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র সেওয়াগ নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে এই ভিডিওটি শেয়ার করেন।
চলছে রুটি বানানোর কাজ –
ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানকার লোকজন মাটির সাথে নুন আর জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করছে। এরপর সেই নোংরা মাটি দিয়ে তৈরি রুটু শুকনো করার জন্য রোদে রেখে দেওয়া হচ্ছে। তারপর সেগুলি শুকিয়ে গেলে নুন মিশিয়ে খাচ্ছে সেখানকার লোকজন। আপনাদের জানিয়ে রাখি যা, হাইতি হল এমন এক দেশ যেখান থেকে কলম্বাস এশিয়া ও ভারত আবিষ্কারের সূত্র পেয়েছিলেন।
মাটি দিয়ে রুটি বানিয়ে খাচ্ছেন এক হাইতির মানুষ –
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments