নানুরের ১৫ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাল পুলিস
সংবাদদাতা, শান্তিনিকেতন: মুর্শিদাবাদ জেলার সালারে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির করােনা পজিটিভ হওয়ায়।তাঁর মেয়ের শ্বশুরবাড়ি বীরভূমের নানুর থানার দাসকলগ্রাম-২ পঞ্চায়েতের একটি গ্রামের তিনটি পরিবার মিলিয়ে মোট ১৫ জনতে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাল পুলিস। শনিবার সকালে গ্রামে পুলিস গিয়ে তাঁদের সবাইকে নিয়ে আসে। কারণ ওই বধু সালারে বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ি যাতায়াত করেছেন। ওই বধুকে সালার এলাকায় তৈরি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এই খবর জানাজানি হতেই নানুর এলাকায় সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি নানুর ও লাভপুর থানা এলাকার সীমানাগুলি সিল করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বােলপুর শহর লাগোয়া সিয়ান-মুলুক পঞ্চায়েত এলাকার এক বেসরকারি কলেজকে কোয়ারেন্টাইন সেন্টারে ২০০ জনেরও বেশি শ্রমিক রয়েছেন। শনিবার সকাল থেকে সরকারি বাসে রুট ভাগ করে তাঁদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
সংবাদদাতা, শান্তিনিকেতন: মুর্শিদাবাদ জেলার সালারে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির করােনা পজিটিভ হওয়ায়।তাঁর মেয়ের শ্বশুরবাড়ি বীরভূমের নানুর থানার দাসকলগ্রাম-২ পঞ্চায়েতের একটি গ্রামের তিনটি পরিবার মিলিয়ে মোট ১৫ জনতে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাল পুলিস। শনিবার সকালে গ্রামে পুলিস গিয়ে তাঁদের সবাইকে নিয়ে আসে। কারণ ওই বধু সালারে বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ি যাতায়াত করেছেন। ওই বধুকে সালার এলাকায় তৈরি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এই খবর জানাজানি হতেই নানুর এলাকায় সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি নানুর ও লাভপুর থানা এলাকার সীমানাগুলি সিল করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বােলপুর শহর লাগোয়া সিয়ান-মুলুক পঞ্চায়েত এলাকার এক বেসরকারি কলেজকে কোয়ারেন্টাইন সেন্টারে ২০০ জনেরও বেশি শ্রমিক রয়েছেন। শনিবার সকাল থেকে সরকারি বাসে রুট ভাগ করে তাঁদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting
0 Comments