কি ভাবে পৃথিবীর জন্ম ও মানুষের আবির্ভাব হয়েছিল ? How earth was born in Bengali ?

কি ভাবে পৃথিবীর জন্ম ও মানুষের আবির্ভাব হয়েছিল ? How earth was born in Bengali ?

কি ভাবে পৃথিবীর জন্ম ও মানুষের আবির্ভাব হয়েছিল ? How earth was born in Bengali ?



কোটি কোটি বছর আগে সূর্যের কিছু অংশ ছিটকে পড়ে। এই ছিটকে-পড়া গরম অংশগুলি
নয়টি ভাগে বিভক্ত হয়। এরই একটা অংশ হলাে পৃথিবী। ক্রমে সেই গরম অংশ ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। পৃথিবীর আকার গােল।



এমন একদিন ছিল যখন পৃথিবীর প্রায় সবটাই ছিল জলময়। স্থল বলতে ছিল কতকগুলাে পাহাড়।
বহুকাল পরে পাহাড়ের কোলে জেগে উঠল একটু মাটি। তখনও তরুলতা বা জীবজন্তুর চিহ্ন ছিলনা।
পরে জলের মধ্যে দেখা গেল এক জাতীয় কীট। এরাই হলাে পৃথিবীর প্রথম জীব।


 জলের জীব এবার ডাঙায় আসতে শুরু করলাে। প্রথমে এল তরুলতা, তারপর এল জীবজন্তু।
তারপর নানা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের আবির্ভাব হলাে। বনমানুষের পরে এল মানুষ।
পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

Post a Comment

0 Comments