দেওয়ালিতে কালীপূজা হয় কিন্তু অনেকেই লক্ষ্মীপূজা করেন কেন?

দেওয়ালিতে কালীপূজা হয় কিন্তু অনেকেই লক্ষ্মীপূজা করেন কেন?

দেওয়ালিতে কালীপূজা হয় কিন্তু অনেকেই লক্ষ্মীপূজা করেন কেন?



অনেক হিন্দু পরিবারে কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মীপূজা ছাড়াও দেওয়ালির রাতে লক্ষ্মীপূজো করেন। ব্যবসায়ীদের কাছে এই পূজা বিশেষ গুরুত্বপূর্ণ।

অবাঙালিরা এই দেওয়ালিতে মহালক্ষ্মীর পূজা করে নতুন খাতায় লাল কালিতে স্বস্তিক চিহ্ন, ওঁ গণেশায় নমঃ ইত্যাদি লিখে থাকেন। লক্ষ্মীকে সর্বক্ষণ ধরে রাখার জন্য সর্বদা তার পূজা ও আরাধনা করতে হয়। কারণ লক্ষ্মী স্বভাবতই রাবণ সংহিতা ও গােরক্ষ সংহিতা লক্ষ্মীর আরাধনায় পঞ্চমুখ। গােরক্ষ সংহিতায় গুরু গােরক্ষনাথ বিশ্বামিত্রের এই লক্ষ্মী সাধনাকে সর্বোত্তম বলেছেন।


রাবণ বলেছেন—লক্ষ্মীর আরাধনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আরাধনা। আমি এই সাধনা কুবেরের কাছ থেকে শিখেছি। এই সাধনার বলেই আমি স্বর্ণলঙ্কা বানিয়েছি।


সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মীর আবির্ভাব হলে ইন্দ্র তার স্তব স্তুতি করেন। লক্ষ্মী এসে বরদান করেন যে তােমার প্রদত্ত দ্বাদশাক্ষর মন্ত্র যে ব্যক্তি ত্রিসন্ধ্যা ভক্তিভরে জপকরবে সে কুবেরের ন্যায় ঐশ্বর্যশালী হবে। এভাবে লক্ষ্মী পূজার প্রচলন হয়।


ব্যাসদেব বলেছেন-

ধৃতিঃ শমমা দমঃ শৌচ কারুণ্য বাগনিষ্ঠুরা।
মিত্রাণাং চ অনভিদ্রোহঃ সপ্তৈতাঃ সমিধঃ শ্রিয়ঃ।।

ধৈর্য, মনােনিগ্ৰেহ, ইন্দ্রিয়কে বশ করা, মধুর বাক্য, দয়া ও মিত্রদের সাথে শত্রুতা না করা—এই সাতটি নিয়ম মানলে লক্ষ্মী সন্তুষ্ট হন ও সম্পদ বৃদ্ধি হয়।

Post a Comment

0 Comments