শুক্রতারল্যতা থেকে রক্ষা পেতে...

শুক্রতারল্যতা থেকে রক্ষা পেতে...

শুক্রতারল্যতা থেকে রক্ষা পেতে...




১।আদা সুদ ৫০গ্রাম
২।কথিলা৫০গ্রাম
৩।সিলাজিত৫০গ্রাম
৪।জষ্টি মধু৫০গ্রাম
৫।বস৫০গ্রাম
৬।ছালিম মিছরি৫০গ্রাম
৭।জয়েত্রী১০গ্রাম
৮।আকরকরা১০গ্রাম
৯।আলকুশি বীজ৫০গ্রাম
১০।আমলা খুশক৫০গ্রাম
১১।মধু২৫০গ্রাম
১২।গব্য ঘিত১০০গ্রাম

ঔষধটি তৈরি করার নিয়ম

সমস্ত দ্রব্য গুলো হামান দিস্তায় কুটে ভাল করে চেলে নিতে হবে তার পর একটি পাত্রে গব্য ঘিত ঢ়েলে হালকা
আচে গরম করে নিতে হবে গব্য ঘিত গরম হলে তার ভেতরে চূর্ণ দ্রব্য গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে মধু ঢ়েলে গরম করে নিতে হবে মধু গরম হলে তার ভেতরে চূর্ণ দ্রব্য গুলো দিয়ে ভাল করে নেরে নামিয়ে রাখতে হবে। ঔষধটি ঠান্ডা হলে একটি বয়ামে ভরে রাখুন।

সেবন করার নিয়ম....

প্রতিদিন রাতে ২চামচ ঔষধ খেয়ে একটু গরম দুধ খেতে হবে। এবং সকালে নাস্তা খাবার পড়ে ২চামচ ঔষধ
খেয়ে ঠান্ডা পানি খেতে হবে।

বিঃদ্রঃ অবিবাহিতদের ঔষধ খাওয়ানিষেধ।

Post a Comment

0 Comments