মিলনের পর যে সাতটি ভুল করে দম্পতিরা
স্বামী-স্ত্রীর
মধ্যে যৌনমিলন শুধু জৈবিক চাহিদা পূরণের জন্যে নয়। এটি নির্ধারিত কোনও কাজও নয়
যে আপনি কোনোরকম করে শেষ করতে পারলে বাঁচেন।
স্বামী-স্ত্রীর
মধ্যে পারস্পরিক মমত্ববোধ সৃষ্টিতে ও দাম্পত্য জীবন আরও বেশি সুখের করে তোলার জন্যে
শারীরিক মিলন অন্যতম মাধ্যম।
অনেক
সময় দেখা যায়, যৌনমিলন
সম্পাদনের পরে স্বামী অথবা স্ত্রী বিভিন্ন কাজ আরম্ভ করে। একে অপরের প্রতি আর কোনও
গুরুত্ব দেয় না। এক্ষেত্রে দেখা যায়, যৌনমিলনের পর স্বামী
যদি স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়
তাহলে স্ত্রী এটিকে খারাপভাবে নিতে পারে বা কষ্ট পেতে পারে। অথবা স্ত্রী যদি
স্বামীর প্রতি কোনও গুরুত্ব না দেয় তাহলে স্বামীও সেটিকে খারাপভাবে নিতে পারে।
ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা
হয়েছে। সেখানে বলা হয়েছে, যৌনমিলন সম্পাদনের পর
দম্পতিরা সাধারণত সাতটি ভুল করে থাকে। পাঠকদের জন্যে সেগুলো তুলে ধরা হলো।
১.ঘুমিয়ে পড়া: দেখা যায়, যৌনসঙ্গোমের
পরপরই দম্পতিরা ঘুমিয়ে পড়েন। এটি করা বোকামী। এর কারণে যৌনমিলনের যে তৃপ্তি সেটি
নষ্ট হয়ে যায়। এ কারণে যৌনমিলনের পরপরই ঘুমিয়ে না পড়ে উভয়ে কিছুক্ষণ অন্তরঙ্গ
মুহূর্তে থাকা উচিৎ।
২.ওয়াশরুমে যাওয়া: যৌনমিলনের আগে দু’জনে একসাথে হট গোসল
করে নেয়া ফোরপ্লের কাজ হতে পারে। কিন্তু যৌনমিলনের পরপরই গোসলে যাওয়া ঠিক নয়।
কারণ, স্বামী
শারীরিক মিলনে পুরোপুরি তৃপ্ত হলেও স্ত্রী নাও হতে পারে। বা স্ত্রী পুরোপুরি তৃপ্ত
হলেও স্বামী নাও হতে পারে। সে আরও কিছু চাইতে পারে। বা এমন হতে পারে মিলন শেষ হয়ে
গেলেও একজন সেই আনন্দের ঘোরে থাকতে পারে। এজন্য সাথে সাথেই ওয়াশরুমে যাওয়া ঠিক
নয়।
৩.কাউকে
ফোন করা: যৌমমিলনের পরপরই কোনও বন্ধু বা অফিসের কাউকে ফোন করা একেবারেই ঠিক নয়।
অথবা মিলনের সময় ফোনের দিকে লক্ষ্য রাখা যে কোনও মিসড কল আসলো কিনা বা কেউ এসএমএস
করলো কিনা সেদিকে মোটেও নজর দেয়া যাবে না। এসব করলে মিলনের পুরো মজাই নষ্ট হয়ে
যেতে পারে।
৪.কাজ
করা বা পড়াশোনা করা: শারীরিক মিলনের সময় কোনও কাজ করা বা বই পড়ার দিকে মনোযোগ
দেয়া যাবে না। আপনি যৌনমিলনের পূর্ব মুহূর্ত যেমন উপভোগ করবেন যৌনমিলনের পরবর্তী
মুহূর্তও তেমন উপভোগ করবেন। তারপর আপনার কাজ বা পড়াশোনায় মনোযোগ দিবেন।
৫.আলাদাভাবে
ঘুমানো: অনেক সময় দেখা যায় মিলনের পর স্বামী অথবা স্ত্রী বিছানাপত্র নিয়ে অন্য
রুমে ঘুমাতে চলে যান বা একই বিছানায় আলাদাভাবে ঘুমান। এটি আপনার পরবর্তী মিলনের
ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে এবং মিলনের তৃপ্তি নষ্ট করে দিতে পারে।
৬.সন্তানকে
কাছে টেনে আনা: অনেক নারী যৌনমিলনের পরপরই তার সন্তানকে কাছে টেনে নেন। এক্ষেত্রে
দেখা যায়, স্বামী রাগান্বিত হতে পারে।
কারণ, স্বামী হয়ত যৌনমিলনের পর
আরও মজার জন্যে কিছু পরিকল্পনা করে রাখতে পারে। এজন্যে এটি এড়িয়ে চলা উচিৎ।
৭.আবার
খাওয়া: প্রেম করার আগে বা যৌনমিলনের আগে একসাথে বসে খাবার খাওয়া ভালো উদ্যোগ হতে
পারে। কিন্তু যৌনমিলনের শেষেই দৌঁড়ে রান্নাঘরে ঢোকা মোটেও ঠিক নয়। এর অর্থ আপনি
মিলনের সময় ক্ষুধার্থ ছিলেন। এটিকে আপনি উপভোগ করেননি।
স্বামী-স্ত্রীর
মধ্যে যৌনমিলন অন্যরকম একটি বিষয়। সামান্য ভুল করে এর পুরো আনন্দকে মাটি করবেন
না। এর মধ্যে অন্য কোনও বিষয় না এনে উভয়েই এটিকে উপভোগ করুন। কখনোই এটিকে বাড়তি
কাজ হিসেবে নিবেন না।
0 Comments