সাফল্য পেতে চাও? তাহলে নিচের টিপসগুলো অনুসরণ করো
১. আগে তোমার জীবন থেকে দুর্বলতা গুলো বাদ দাও।
২. অন্যকে বেশি সময় না দিয়ে নিজেকে সময় দাও।
৩. অন্যের সফলতার গল্প না শুনে ব্যর্থতার গল্প শোন। কারণ ব্যর্থতার গল্প থেকে সফল হওয়ার অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ।
৪. কোন কাজকে অবহেলা করো না। সময়ের কাজ সময়ে করো ।
৫. পরের উপর নির্ভর করা বাদ দাও, আত্মনির্ভরশীল হও।
৬. নিজের কাজে মন দাও।
৭. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। তিনি তোমাকে পথ দেখাবেন।
৮. নিজের পরিবারকে ভালোবাসো। কারণ তোমার দুর দিনে তোমার পরিবারই তোমার পাশে রবে ।
৯. বেশী বেশী বই পড়। কারণ বই থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে । যা তোমাকে সফল হতে সাহায্য করবে ।
১০. প্রচুর পরিমানে পরিশ্রম করো । মনে রেখো , পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি
0 Comments