TikTok কে টেক্কা দিতে বাজারে চলে এলো সম্পূর্ণ ভারতীয় অ্যাপ Ook Tok
ভারতে বিপুল জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ TikTok বন্ধ হয়েছে জুন মাসের ২৯ তারিখ। তারপর থেকেই দেশে বিকল্প একটি শর্ট ভিডিও অ্যাপের ব্যাপক চাহিদা জন্মায়। আর এই চাহিদা পূরণে দিন কয়েক ধরেই অন্যান্য কয়েকটি অ্যাপের কথা শোনা যাচ্ছিল। তবে সেই সকল অ্যাপ TikTok ব্যবহারকারীদের সাময়িক চাহিদা পূরণ করলেও মনঃপুত হচ্ছিল না। সেই জায়গায় এবার TikTok ব্যবহারকারীদের জন্য বাজারে চলে এলো ভারতীয় এই অ্যাপ Ook Tok। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির শর্ট ভিডিওর দুর্দান্ত একটি অ্যাপ। সদ্য নিয়ে আসা এই অ্যাপটির নাম হল ‘Ook Tok’। TikTok ফেমাস প্রীতম থেকে শুরু করে বড় বড় টিকটকারা এই প্লাটফর্মে ভিডিও বানাতে শুরু করে দিয়েছেন। দেখুন ভিডিও -
আপনিও Play Store থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপ। Ook Tok সার্চ দিলে প্রথমেই আসবে এই অ্যাপ। নিচে আপনাদের সুবিধার জন্য Play Store ডাউনলোড লিঙ্ক দেওয়া হল।
0 Comments