প্রাকৃতিক উপায়ে পাকা চুল নিমিষেই কালো করার ঘরোয়া ৪ উপায় জেনে নিন!
অনেকেই প্রশ্ন করে, পাকা চুল কালো করার কি কোন উপায় আছে? আসলে বয়স বাড়লে চুল তো পাকবেই, এটাই স্বাভাবিক।কিন্তু আজকাল বয়স বাড়া ছাড়াও অনেকেরই অল্প বয়সে চুল পেকে যাচ্ছে।তবে চুল যখনি পাকুক না কেন চুল সাদা হলে যেমন বয়সের ছাপ পরে তেমনি চেহারাও ম্লান দেখায়। আর এতে কমে যায় আত্মবিশ্বাসও।তাই আজকের আর্টিকেলে এমন কিছু প্রাকৃতিক হেয়ার মাস্কের সম্বন্ধে আলোচনা করব,যেগুলো নিয়মিত চুলে লাগালে “পাকা চুল কালো হবে” ও সেই সঙ্গে চুলের উজ্জ্বতা এবং সৌন্দর্যও বৃদ্ধি পাবে খুব সহজে।
জেনে নিন ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করার জন্য হেয়ার মাস্ক এর ব্যবহার:
প্রথমেই জানবো
১>> চুল কালো করতে আমলা ও হেনার প্যাক:
এই হেয়ার মাস্কটি তৈরি করতে আপনার প্রয়োজন
১ কাপ হেনার পেস্ট,৩ চামচ আমলার পাউডার এবং১ চামচ কফি পাউডার।প্রথমে একটি পাত্রে সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন।এর পর ভাল করে চুলে লাগিয়ে ১ ঘন্টা অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর শুকিয়ে গেলে গেলে,প্রথমে পানি ও পরে সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ভাল করে চুলটা ধুয়ে নিন।
এই প্যাকটি প্রতি মাসে একবার চুলে ব্যবহার করুন, প্যাকটি আপনার চুল কুচকুচে কালো করার পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর করবে খুব সহজে।
২>> পাকা চুল কালো করতে লাল চা:
শুনে অবাক হলেও এ কথার মধ্যে কোনও ভুল নেই যে পাকা/সাদা চুলকে কালো করতে লাল চায়ের কোনও বিকল্প নেই।মূলত এই পানীয়টিতে রয়েছে এমন কিছু উপাদান যা চুলের ভিতর প্রবেশ করে ম্যাজিক এর মত চুলের রং বদলে ফেলে।শুধু তাই নয়, আপনি যদি নিমেষেই চুলকে উজ্জ্বল করতে চান তবে কাজে লাগান লাল চাকে।
ব্যবহার :-
একটি পাত্রে ১ কাপ পানি ও ২ চা’চামচ “চা পাতা” দিয়ে চুঁলোয় দিন।এরপর যখন দেখবেন পানিটা ফুটতে শুরু করেছে, তখন আঁচটা বন্ধ করে পানিটা ঠান্ডা করে নিতে হবে।এরপর মিশ্রনটি ভাল করে চুলে লাগিয়ে নিন ও ১ ঘন্টা অপেক্ষা করুন। এবং ১ঘন্টা পরে যে কোন হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলুন।
মাসে ২ বার ব্যবহার করে দেখুন উপকার পাবেন হাতেনাতে।
৩>>পাকা চুল কালো করতে হেনা প্যাক:
হেনা, এতে রয়েছে অ্যান্টি -ব্যাকটেরিয়াল প্রপাটিজ ছাড়াও আরও অনেক উপকারি উপাদান।যা যেমনি স্কাল্পে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমায়, তেমনি “হেনার প্যাক” সাদা চুলকে নিমেষে কালো করে, ও সেই সঙ্গে চুলের পি এইচ লেভেল বাড়িয়ে চুলের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
হেনা প্যাক তৈরিতে আপনার যা প্রয়োজন
২ চামচ চা পাতা,৪ চামচ হেনা পাউডার,১ চামচ লেবুর রস এবং১ চামচ আমলা পাউডারের
ব্যবহার:-
প্রথমেই এক কাপ পানিতে হেনা পাউডার ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।এরপর এক কাপ পানিতে চায়ের পাতা দিয়ে পানি টা ফুটিয়ে ঠান্ডা করে নিন, ও এর ভিতর হেনার পেস্টটা মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।বেশ কিছুক্ষণ পর এর ভিতর লেবুর রস ও আমলা পাউডার মিশিয়ে মিশ্রনটি চুলে লাগিয়ে নিন, এবং না শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন।এরপর যখন দেখবেন পেষ্টটা শুকতে শুরু করেছে, তখন ভাল করে চুলটা ধুয়ে ফেলুন।
প্রতি মাসে একবার এইভাবে চুলের পরিচর্যা করুন দেখবেন কেল্লা ফতে!
৪>>পাকা চুল কালো করতে কারি পাতা ব্যবহার:
ছোট একটা পাত্রে ৩ চা’চামচ নারকেল তেলে নিন, ও তাতে পরিমাণ মতো কারি পাতা দিয়ে কিছু সময় গরম করে নিন।এরপর যখন দেখবেন কারি পাতাটা কালো হতে শুরু করেছে, তখন আঁচটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিন।ঠাণ্ডা হয়ে গেলে সেটি মাথার স্কাল্পে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। এরপর এক ঘন্টা অপেক্ষা করুন ও পড়ে চুলটা ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২-৩ বার ব্যবহারে চুল কুচকুচে কালো হতে সময় লাগবে না।
এই আর্টিকেল এর যে কোন একটি প্রক্রিয়া নিয়ম মেনে ব্যবহারে পাকা চুল ফের কালো করুন খুব সহজে।
0 Comments