ঘোষগ্রাম লক্ষ্মীর মন্দির-Ghoshgram Laxmi Mata Temple
বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ঘোষগ্রাম, মা লক্ষ্মীর গ্রাম হিসাবে খ্যাত। আজ সংবাদ প্রতিদিন, দৈনিক কলম ও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নতুন মন্দিরের ছবিসহ সংক্ষিপ্ত ইতিহাস।মা লক্ষীর গ্রাম বলেই খ্যাত বীরভুমের ময়ূরেশ্বরের ঘোষগ্রাম।এই গ্রামে মা লক্ষীর আশীর্বাদে কখনো অভাব থাকেনা। বাঙ্গালির শ্রেস্ঠ উৎসব দুর্গা পুজো হলেও ঘোষগ্রামে মা লক্ষীর পুজো হলো শ্রেষ্ঠপুজো ।
কথিত এই গ্রাম লাগোয়া ধানের জমিতে প্রাচীনকালে ধান গাছের সরাসরি শিষ বেরিয়ে আসত। সেই চালের শিষে প্রস্তরীভূত নমুনা আজও লক্ষ্মী মন্দিরে সংরক্ষিত।
কামদেব ব্রম্ভচারীর সহায়তায় সুদূর অতীতে দয়াল ঘোষ নামক জনৈক চাষী স্বপ্নাদেশ পেয়ে দেবীর দারু মূর্তির পূজা প্রচলন করেন। কালের গতিতে গ্রাম থেকে বিলুপ্ত হয়েছে ঘোষ পরিবার। কিন্তু গ্রামের নামের সাথেই জড়িয়ে আছে দয়াল ঘোষের স্মৃতি। দেবীর প্রথম মন্দির নির্মাণ করেন মুর্শিদাবাদ নিবাসী কান্দির রাজা কৃষ্ণ চন্দ্র সিংহ ওরফে লালাবাবু। বর্তমানে সেই মন্দির বয়সের ভারে রুগ্ণ হয়ে পড়লে সেবায়েত তরুণ ব্যানার্জীর উদ্যোগে বহু বহিরাগত ভক্তদের দানে এবং মন্দিরের অন্যান্য সেবায়েতগনের সাধ্যমত দানে বর্তমান মন্দিরটির নির্মাণ কার্য শেষ হলে গত ১৪২৪ বঙ্গাব্দের ১১ ই চৈত্র নতুন মন্দিরে মায়ের পুজো শুরু হয়।
ঘোষগ্রাম লক্ষ্মীর মন্দির-Ghoshgram Laxmi Mata Temple
ঘোষগ্রাম লক্ষ্মীর মন্দির-Ghoshgram Laxmi Mata Temple
ঘোষগ্রাম লক্ষ্মী মায়ের আরতি দেখুন-
Friends if you like this post,kindly comment bellow and do share your responce.Thank You for Visiting.
0 Comments