পবিত্র ঈদ উপলক্ষে 'বিনা পয়সার পোশাকি বাজার
এই বাজারে পোশাক কিনতে টাকা লাগে না।শুধু করোনা সচেতনতা মেনে এই বাজারে এলেই বিনা মূল্যে মিলবে প্রয়োজন মতো পোশাক। এমনই একটি বাজারের আয়োজন করা হলো বীরভূমের রামপুরহাটে। বিভিন্ন সময় নানান সামাজিক কাজে যুক্ত থাকেন বীরভূমের রামপুরহাটের 'মানবিক স্টল'।বিনামূল্যে সবজি বিলি থেকে শুরু করে ভবঘুরেদের অন্ন সেবা সবই করে আসছে মানবিক স্টল। করোনা ভাইরাসের কারণে চলা লকডাউনেও পিছিয়ে নেই তারা।রোজগারহীন অসহায় পরিবারগুলোর গায়ে পোশাক তুলে দেওয়ার লক্ষে বিনা পয়সায় পোশাকি বাজারের আয়োজন করলেন মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। আজ শনিবার রামপুরহাট মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সুসজ্জিত এই বিনামূল্যের বাজার বসানো হয়েছিল। এদিনের বাজারে ২৫০ দুস্থ পরিবার বিনামূল্যে তাদের পছন্দ মতো পোশাক সংগ্রহ করেছেন। কর্ণধার রেকিব সাহেবের দাবী আগামী দূর্গা পূজোতেও এই বিনা পয়সায় পোশাকি বাজারের আয়োজন করা হবে।।
0 Comments