লকডাউনে মুম্বাই থেকে বাংলাই ফেরা শ্রমিকদের পায়ে হেটে বাড়ি ফেরার এই ভিডিও দেখলে আপনি আঁতকে উঠবেন
বীরভূমের 50 জন ও উত্তরপ্রদেশের 10 জন শ্রমিক ভাই মুম্বাইয়ে একটি কারখানায় কাজ করতেন। লকডাউন শুরুর পর থেকেই তারা দারুণভাবে খাদ্য ও বাসস্থান সংকটে পড়ে। মুম্বাই থেকে তারা সম্প্রতি প্রশাসনের ছাড়পত্র নিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটি লরি ভাড়া করে বাড়ির দিকে রওনা দেয়। উত্তরপ্রদেশ ঢোকার আগে গাড়িচালক এক কিলোমিটার আগে শ্রমিক ভাইদের নামিয়ে দিয়ে তাদের বলে"তোমরা বর্ডার টা পাস হও আমি গাড়ি নিয়ে পার হচ্ছি"কিন্তু তাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরে ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে আবার মুম্বাই মুখী রওনা হয়ে যায় তারা হাজার চেষ্টা করেও গাড়িটিকে আটকাতে পারেনি। বাধ্য হয়েছে শ্রমিক ভাইয়েরা সেখান থেকে হেঁটে বাংলার দিকে রওনা দিয়েছে। আজকে রাতে তারা দুর্গাপুরে এসে প্রবেশ করবে।
অমানবিকতার দৃশ্যে দিনদিন স্পষ্ট হয়ে উঠছে ভারতবর্ষের বুকে...
দেখুন ভিডিও
0 Comments