যাহার খুসকীর সমস্যাই অস্থির

যাহার খুসকীর সমস্যাই অস্থির

খুশকির প্রতিকার  খুশকির চিকিৎসা  খুশকির ঔষধ  খুশকি শ্যাম্পু  মাথার ত্বকের সমস্যা  ছেলেদের মাথার খুশকি দূর করার উপায়  মাথায় খুশকি হওয়ার কারণ  মাথার চামড়া উঠা



আজ আপনাদের জানাইবো খুসকী সমস্যা দুর করিবার সহজ উপায়,তবে আসুন সুরু করি,

কি করে খুসকী চিরতরে দুর করিবেন!

১]কোদ ধান্যের খড় আগুনে দগ্ধ করিয়া পানিতে গুলাইবে,সেই খড়ের পানি মস্তুক ধৌত করিলে দারুনখ বা রুখী অর্থাত খুসকী নিরাময় হয়।
২]মাষকলাই তিন সপ্তাহ কাঁজিতে ভিজাইয়া রাখিয়া তাহার প্রলেপ মাথায় দিলে খুসকী বিনষ্ট হয়।
৩]পিয়াজ বিজ,যষ্টিমধু,কুড়,মাষকলাই ও সন্ধব লবন এই সকল দ্রব্য একত্রে বাটিয়া মধু মিশ্রিত করিয়া মস্তকে প্রলেপ দিলে খুসকী বিনষ্ট হয়।
৪]আমের আঁঠি ও হরিতকী,সমভাগে লইয়া দুগ্ধের সহিত বাটিয়া প্রলেপ দিলে খুসকী বিনষ্ট হয়।
৫]নীলোৎপলের কেশর যষ্টিমধু,তিল ও আমলকী ইহাদের সম্মিলিত প্রলেপে দীর্ঘকালের দারুন খুসকী রোগও বিনষ্ট হয়।

[[[[[[[[[[শাহী আজমিরী দাওয়া খানা]]]]]]]]]]]

Post a Comment

0 Comments