চর্মরোগ সারাবে ভেষজ দাওয়াই
* নিমের তেল যেকোনো চুলকানি ও পাঁচড়ায় নিয়মিত কয়েক দিন ব্যবহার করলে চর্মরোগের উপশম হয়।
* বর্ষাকালে পায়ের আঙুলের ভাঁজে ভাঁজে ঘা হতে দেখা যায়। এ রকম হলে সামান্য তুঁতে পানিতে গুলে পায়ের আঙুলে লাগালে উপকার হবে। ঘা বাড়বে না।
* দেহের যেকোনো স্থানের ফাংগাল ইনফেকশন নিরাময়ে মেহেদিপাতা বেটে ৭ থেকে ১০ দিন লাগালে উপকার হবে।
* ত্বকের ক্ষতে খয়ের পেস্ট করে লাগালে সাত দিনেই সেরে যাবে।
* লাল চন্দন পেস্ট করে পাঁচড়া অথবা ক্ষতে লাগালে উপকার হবে।
* আকন্দগাছের কষ ১ চা চামচ, নারিকেলের দুধ ২ চা চামচ একত্রে মিশিয়ে দাদে লাগাতে হবে পাঁচ থেকে সাত দিন। তাহলে দাদ সেরে যাবে।
* তুলসী বীজ পেস্ট করে পাঁচড়া অথবা ক্ষতে লাগালে উপকার হয়।
* শূন্যলতা বাটা একজিমায় লাগালে ১০ থেকে ১৫ দিনে উপকার হবে। নিয়মিত এক মাস ব্যবহার করলে পুরোপুরি সেরে যাবে।
* ভৃঙ্গরাজ পাতার রস ৪ চা চামচ সকালে খালি পেটে ১০ থেকে ১৫ দিন পান করলে চুলকানিতে উপকার হয়।
* চুলকানিতে কাঁচা হলুদ, নিমপাতা ও সরিষা একত্রে বেটে ব্যবহার করতে হবে ৭ থেকে ১০ দিন। তাহলে চুলকানি পুরোপুরি সেরে যাবে।
* ক্ষেতপাপড়া ৫ গ্রাম পরিমাণ পাটায় বেটে রস করে প্রতিদিন সকালে ১০ থেকে ১৫ দিন সেবন করলে একজিমায় উপকার হয়। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিত্সা করতে হয়।
* মেহেদিপাতা, ক্ষেতপাপড়া, চাকুন্দে পাতা প্রতিটি সমপরিমাণ নিয়ে একত্রে বেটে একজিমার ক্ষতে ১০ থেকে ১৫ দিন লাগালে উপকার হবে।
* চিতামূল বেটে ঘায়ে পেস্ট করে ৭ থেকে ১০ দিন লাগালে ঘা শুকিয়ে যাবে
0 Comments